প্রাচীন কাল থেকেই দাড়ী সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক!!!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ মে, ২০১৫, ১০:৫৬:৫৭ সকাল
গতোকাল প্রিয় এক ভাইয়ের সাথে গিয়েছিলাম, কবি আব্দুল হাই শিকদারের বাসায়। তিনি অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম। এক সময়ের বামপন্থী বিখ্যাত এই কবি এখন নিয়মিত সালাত আদায় করেন। ইসলাম নিয়ে তার আগ্রহ অনেক দেখলাম। তিনি দাড়ী রাখার কথাও বললেন। তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন।ইরানে গিয়ে দেখেছেন তিন-চার হাজার বছর আগের অনেক রাজা-বাদশা আর বীরদের পাথরের বড় বড় মূর্তি।
কিন্তু একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছেন। হাজার হাজার বছর আগের এই রাজা-বাদশা আর বীর সেনাদের সবার মুখেই দাড়ী ছিল বলে প্রতীয়মান হয়। ব্যাপারটা নিয়ে তিনি চিন্তা করেন। পুরুষরা থাকবে ক্লিন শেইভ করে পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর। সেখানে এই রাজা-বাদশা আর বীর সেনাপতিদের মুখে দাড়ী কেন??? অনেক ভেবে-চিন্তে তিনি দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যনথ্রোপলজি বিভাগের শিক্ষকদের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করেন।
এই বিভাগের শিক্ষকরা বলেন প্রাচীন কাল থেকেই পুরুষরা দাড়ীকে সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক বলে মনে করতেন। তাই রাজা-বাদশা আর বীর সেনাপতিরা দাড়ী রাখতেন। এই অমুসলিমরা রাজারা যদি সৌন্দর্য আর পৌরুষের প্রতীক মনে করে দাড়ী রাখতেন। তাহলে আমরা মুসলিমরা দাড়ী রাখলে সেটা কেন হবে জঙ্গী? খ্যাত? অসুন্দর?
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবি আব্দুল হাই শিকদার আবুধাবীতে আমার মুখেও দাড়ী দেখে গিয়েছেন !
আর খ্যাত, অসুন্দর ব্যাপারটাও মানতে পারছিনা। আমি এক মেয়েকে চিনি, যিনি দাড়ি না থাকার কারনে আমার এক বন্ধুকে বিয়ে করেননি।
মন্তব্য করতে লগইন করুন