ইতিহাস কাকে বলে???
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ অক্টোবর, ২০১৬, ০৯:৪৩:৩৩ সকাল
সেই সাকাটিয়া মাঠের ছবি।
ইতিহাস কাকে বলে? আর ঐতিহাসিক স্থান কোনটি?
-
এর উত্তর আমি দিব না। নেট এ সার্চ দিয়ে দেখেন। অথবা যারা জানে বা যারা এই বিষয়ে পড়াশুনা করেছে তাদের নিকট থেকে জেনে নিতে পারেন।
-
ঘটনা অন্যখানে।
আমার ছোট বেলার এক বন্ধু(স) আমাদের এলাকার সাকাটিয়া মাঠের একটা ছবি পোষ্ট দিয়ে প্রশ্ন করেছেন- এটা কোন জয়গা?
আমার ছোটবেলার অন্য এক অন্য বন্ধু(অ) কমেন্ট করেছেন- ঐতিহাসিক সাকাটিয়া মাঠ।
আমি কমেন্ট করলাম- সাকাটিয়া মাঠ ঐতিহাসিক হল কবে?!?
আমার বন্ধু(অ) রিপ্লাই দিল- আব্দুল মাজেদ ইতিহাস কাকে বলে জানার জন্য আবার ক্লাস ওয়ান এসে ভর্তি হঅ!
-
কথাটা আমার ইগোতে মারাত্বক আঘাত করল! আমি ম্যানেজমেন্ট এর ছাত্র ইতিহাস কাকে বলে বিস্তারিত জানি না। তাই নেট ঘেটে জানার চেষ্টা করলাম। আমার ছোট বেলার ক্লোজ বন্ধু আমীন ইতিহাস বিষয়ে পড়াশুনা করেছে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে। তাকে ফোন করে জানার চেষ্টা ইতিহাস কাকে বলে আর ঐতিহাসিক স্থান কাকে বলে। এবং সাকাটিয়া মাঠকে ঐতিহাসিক স্থান বলা যায় কি না।
-
আমার বন্ধু সহজ ভাষায় আমাকে বুঝিয়ে দিলেন ইতিহাস কাকে বলে আর ঐতিহাসিক স্থান কি।এবং তিনি এটাও বললেন কোনভাবেই সাকাটিয়া মাঠকে ঐতিহাসিক স্থান বলা যায় না। সেখানে প্রতি বছর মেলা বসে এই মেলার মূল আকর্ষণ জুয়া খেলা। মুলত জুয়া খেলার জন্য সাকাটিয়া মেলা বিখ্যাত। আর এই মেলা যখন থাকবে না জুয়া খেলা থাকবে না তখন ঘরবাড়ি উঠবে তখন এই মাঠ কালের গর্ভে হারিয়ে যাবে।
-
ইতিহাসের সংজ্ঞায় একে কোনভাবেই ফেলা যায় না বা এই মাঠকে ঐতিহাসিক স্থান বলা বলা যায় না।
সুতরাং কাউকে ইনসাল্ট করে বা হেয় প্রতিপন্ন করে কথা বলার আগে সেই বিষয়ে ভালভাবে জ্ঞান অর্জন করা আবশ্যক। আর সবচেয়ে বেটার হল প্রতিটি মানুষকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলা। কারে আত্মসম্মানে আঘাত করে কথা বলা বুদ্ধিমানের কাজ নয়!!!
বিষয়: বিবিধ
৩৬৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন জায়গায় এটা। জুয়া মেলা বন্ধ হওয়া জরুরি হলেও এমন উন্মুক্ত প্রান্তর ঘরবাড়ি দিযে নষ্ট করা উচিত হবেনা।
মন্তব্য করতে লগইন করুন