বন্ধু বা বন্ধুত্ব সম্পর্কে কুরআন কি বলে?

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৬ মার্চ, ২০১৭, ০৯:৩৯:৫৫ সকাল

"মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কেন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোন অনিষ্টের আশঙ্কা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তা’আলা তাঁর সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। এবং সবাই কে তাঁর কাছে ফিরে যেতে হবে।"

(সূরা আল ইমরান, আয়াত-২৮)

-

"হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না-তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।"

(সূরা আল ইমরান, আয়াত-১১৮)

-

"সেসব মুনাফেককে সুসংবাদ শুনিয়ে দিন যে, তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আযাব।

যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য। "

(সূরা আন নিসা, আয়াত-১৩৮, ১৩৯)

-

"হে ঈমানদারগণ! তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে। তোমরা কি এমনটি করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলীল কায়েম করে দেবে?"

(সূরা আন নিসা, আয়াত-১৪৪)

-

"হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"

(সূরা আল মায়েদাহ, আয়াত-৫১)

-

"তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র।"

(সূরা আল মায়েদাহ, আয়াত-৫৫)

-

"আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। "

(সূরা আল মায়েদাহ, আয়াত-৫৬)

-

" হে মুমিনগণ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হও।"

(সূরা আল মায়েদাহ, আয়াত-৫৭)

-

এই কয়টা পেয়েছি আরো থাকতে পারে।

বিষয়: বিবিধ

১৯৩১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382274
১৬ মার্চ ২০১৭ দুপুর ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১২
316174
নেহায়েৎ লিখেছেন : জাঝাকল্লাহু খাইর।
382282
১৬ মার্চ ২০১৭ বিকাল ০৪:২৫
হতভাগা লিখেছেন : ভারত তথা হিন্দুদের কাছ থেকে বাংলাদেশের মুসলমানদের অনিষ্ট হবার আশংকা সবসময়ই আছে । তাই শত কষ্ট হলেও তা চেপে উপরে উপরে হাসিমুখে থাকতে হবে।
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১৩
316175
নেহায়েৎ লিখেছেন : সেরকমই নির্দেশ সম্ভবত আছে। আল্লাহ ভাল জানেন।
382285
১৬ মার্চ ২০১৭ বিকাল ০৫:০৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১৪
316176
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান। ইনশা আল্লাহ।
382292
১৭ মার্চ ২০১৭ সকাল ০৭:৪৩
চেতনাবিলাস লিখেছেন : এইরকম ইসলামিক দলিল সমৃদ্ধ লেখাই এখন সময়ের দাবি। অনেক ধন্যবাদ আপনাকে।
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১৪
316177
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
382301
১৭ মার্চ ২০১৭ রাত ০৯:৫৩
সন্ধাতারা লিখেছেন : Salam. Important topic.
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১৪
316178
নেহায়েৎ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। জাঝাকাল্লাহু খাইর।
382460
২৯ মার্চ ২০১৭ দুপুর ১২:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের।
১৩ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:১৫
316179
নেহায়েৎ লিখেছেন : বারাকাল্লাহু ফিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File