ভারতের সাথে সম্ভাব্য বিতর্কিত চুক্তির আগে পরে
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৬ মার্চ, ২০১৭, ০৭:৫৮:২৫ সকাল
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগামী মাসে ভারত সফর ও সম্ভাব্য চুক্তি(বিশেষ ভাবে সামরিক চুক্তি) নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনা যাচ্ছে। এই চুক্তির ব্যাপারে বাংলাদেশের প্রধান বিরোধী দল বি, এন, পি ইতিমধ্যে এই চুক্তিকে বাংলাদেশের স্বাধীনতা হরণকারী, গোলামী চুক্তি বলে অভিহত করেছে। কম বেশী প্রায় সকল বাংলাদেশী এই চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই চুক্তি দেশের স্বাধীনতা হরণকারী গোলামী চুক্তি। তাই এই চুক্তিতে সই করার আগে এবং পরে দেশের ভিতরে এবং বাহিরে ব্রাহ্মবাদের সহায়তার ঘটানো হতে পারে ইস্যু তৈরীকারী বিভিন্ন ঘটনা যাতে করে আমজনতার দৃষ্টি এই চুক্তি থেকে সরিয়ে অন্য দিকে ফেরানো যায়। বাংলাদেশের স্বাধীনতা হরণকারী যে কোন যে কোন ধরনের গোলামী চুক্তি মোকাবেলার জন্য এখনেই দেশে ও দেশের বাহিরে সচেতনতা সৃষ্টির প্রকৃষ্ট সময়। উদাহরণ স্বরূপ নিন্মে আজকের সংবাদপ্ত্র থেকে কিছু ইস্যু সৃষ্টিকারী ঘটনা তুলে ধারা হল ঃ – প্রথম আলোর অনলাইন সংস্করণের আজকের লিডিং নিউজ() তাংঃ ১৬/০৩/২০১৭
১। সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
২। সিরিয়ায় আত্মঘাতী জঙ্গি চট্টগ্রামের নিয়াজ
৩। সাক্ষাৎকার-- বাংলাদেশের জন্য সন্ত্রাসবাদের হুমকি দীর্ঘ মেয়াদে থাকবে
(অধ্যাপক রোহান গুণারত্নে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের প্রধান। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন গোলাম মর্তুজা)
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতের সাথে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হবে সেটা সেরকম কিছুই হবে । বোঝাই যাচ্ছে সেনাবাহিনী ভারতের কথায় উঠবে বসবে এবং তাদের টপ লেভেলে ভারতের লোকই বসবে এবং নেপথ্যে থেকে নিয়ন্ত্রন করবে।
সামনে এমন দিন আসছে যে সিভিল সার্ভিস ও আমর্ড ফোর্সেস বাহিনীতে ভারতীয় লোকদের নিয়োগ দেওয়া হবে ।
মন্তব্য করতে লগইন করুন