Good Luck Good Luckকালোর জয়গান! Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২৩ মে, ২০১৫, ১০:২৭:৪৭ সকাল

কালো বলেই মন্দ নয়

জেনে রেখো ভাই

এই শোনো না কত কালোর

খবর বলে যাই।

নদীর পানি ঘোলাও ভালো

জাতের মেয়ে কালোও ভালো

আরো ভালো কালো জামের

মিষ্টি মধুর রস,

বইয়ের ছাপা কালো কালি

আমার প্রিয় বইয়ের গলি

নীলক্ষেত কিবা বাংলাবাজার

যেথায় করি বাস।

অধিকাংশ কীবোর্ড কালো

তবুও ছড়া লিখতে ভালো

মাউস কিবা ক্যাবল আছে

কালোর তালিকায়,

ব্লগ পাড়ার লেখা কালো

সেটা তুমি ছাড়বে বলো?

লেখক যারা প্রিয় তাদের

কালো দিয়েই আয়!

‘কালো যদি হয় মন্দ

কেশ পাকলে কেনো কান্দ?

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321970
২৩ মে ২০১৫ সকাল ১০:৩৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ্..... বাহ্‌..... মামু!!! বেশ চমৎকার হয়েছে Applause Applause Applause
২৩ মে ২০১৫ সকাল ১১:৩২
263079
নন্টে ফন্টের মামু লিখেছেন : তাই নাহি? তয় হামার কেশ শুভ্র হওয়া শুরু করায় কিন্তুক লেখবার চাইচি।
321978
২৩ মে ২০১৫ দুপুর ১২:০২
egypt12 লিখেছেন : কালোও ভালো Happy
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫০
263230
নন্টে ফন্টের মামু লিখেছেন : অবশ্যই ভালো।
321985
২৩ মে ২০১৫ দুপুর ১২:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫০
263231
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধন্যবাদ।
322004
২৩ মে ২০১৫ দুপুর ০১:২৪
আবু জান্নাত লিখেছেন : নন্টে ফন্টের বাপের শালা: চমৎকার লিখেছেন, কালোই ভালো, তবে যদি গুণ থাকে।
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫১
263232
নন্টে ফন্টের মামু লিখেছেন : আরে ভাই, শালা যারই হই, হামার কেশ শুভ্র হওয়া শুরু করায় কিন্তুক লেখবার চাইচি।
322005
২৩ মে ২০১৫ দুপুর ০১:২৬
আব্দুল গাফফার লিখেছেন : মামু এবার আপনাকে ধরে ফেলেছকি Rolling on the Floor Rolling on the Floor সুন্দর হয়েছে Rose Rose
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫২
263233
নন্টে ফন্টের মামু লিখেছেন : মাগার আ্ন্নেরে ওমরার পর থনে ধরতে পারতাছি না।
322122
২৪ মে ২০১৫ রাত ০১:৫৭
শেখের পোলা লিখেছেন : না যদি রয় রাতের কালো,
খুজবে না কেউ দিনের আলো৷
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫২
263234
নন্টে ফন্টের মামু লিখেছেন : ঠিকই কইচেন। এজন্যই তো লিকচি।
322744
২৬ মে ২০১৫ রাত ১০:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : কালোর হল জয়গান মামুর ছলে বলে Tongue
টাকা কালো হলে লোকে মন্দ কেন বলে Thinking Angel Good Luck
২৭ মে ২০১৫ সকাল ১০:০২
264001
নন্টে ফন্টের মামু লিখেছেন : -
জীবনে দেখেছেন বহু টাকার নানা কালার
কালো যে দেখেন নাই সেটা আছে কি আর বলার?
328858
০৬ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কালো কালো কালো কালো কালো!!!
চোখ বন্ধ করলে দুনিয়াটাই কালো!!!
353921
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১০
361486
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File