কালোর জয়গান!
লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২৩ মে, ২০১৫, ১০:২৭:৪৭ সকাল
কালো বলেই মন্দ নয়
জেনে রেখো ভাই
এই শোনো না কত কালোর
খবর বলে যাই।
নদীর পানি ঘোলাও ভালো
জাতের মেয়ে কালোও ভালো
আরো ভালো কালো জামের
মিষ্টি মধুর রস,
বইয়ের ছাপা কালো কালি
আমার প্রিয় বইয়ের গলি
নীলক্ষেত কিবা বাংলাবাজার
যেথায় করি বাস।
অধিকাংশ কীবোর্ড কালো
তবুও ছড়া লিখতে ভালো
মাউস কিবা ক্যাবল আছে
কালোর তালিকায়,
ব্লগ পাড়ার লেখা কালো
সেটা তুমি ছাড়বে বলো?
লেখক যারা প্রিয় তাদের
কালো দিয়েই আয়!
‘কালো যদি হয় মন্দ
কেশ পাকলে কেনো কান্দ?
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুজবে না কেউ দিনের আলো৷
টাকা কালো হলে লোকে মন্দ কেন বলে
জীবনে দেখেছেন বহু টাকার নানা কালার
কালো যে দেখেন নাই সেটা আছে কি আর বলার?
চোখ বন্ধ করলে দুনিয়াটাই কালো!!!
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন