আমার দেশের মাটির মানুষ, আমার শ্রমিক ভাই
লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ২০ মে, ২০১৫, ১১:২৩:৪৯ সকাল
আমার দেশের মাটির মানুষ
আমার শ্রমিক ভাই।
শ্রমিক বলে তাই কি তাদের
চাওয়া পাওয়া নাই!
সারাটা দিন খেটেও তারা
ন্যায্য দাম পায় না।
শ্রমিক বলে তাই কি তাদের
মানুষ বলা যায় না!
আমার দেশের উন্নতি আজ
শুধুই তাদের জন্য
শ্রমিক হয়ে জন্মেছে সে
তার জীবনই ধন্য।
হে শ্রমিক ভায়েরা আমার
মানুষ শুধুই তুমি
শ্রমিক হয়ে জন্মেছ তাই
তোমায় আমি নমি।
বিষয়: সাহিত্য
১১৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন