নন্টে ফন্টে নামের আইডি কেন?

লিখেছেন লিখেছেন নন্টে ফন্টের মামু ১৯ মে, ২০১৫, ০৪:৩৬:৫২ বিকাল

বাসায় ছেলেদের কার্টুন দেখার চেয়ে প্রিয় কাজ যে আর নেই। সারাদিন সুযোগ পেলেই কার্টুন দেখতে থাকবে। এর মধ্যে নন্টে ফন্টে, মিনা, টম এবং জেরি, পপাই, মিকি মাউস, বাগস বানি, স্কুবি ডু, মটু-পাতলু অন্যতম। এগুলো দেখতে গিয়ে অনেক সময় ওদের মায়ের বকুনি, ঠ্যাঙ্গানি ইত্যাদি খেতেও যেন আপত্তি নেই। কার্টুন দেখে আর খিল খিল করে হাসে। দুভাই একজন আরেকজনকে নন্টে অন্যজন ফন্টে নামে ডাকে। আবার কখনও একজন মটু অন্যজন পাতলু নামে অভিহিত হয়। এসব দেখে মনে হলো-্ ওদের কাণ্ডকারখানা ব্লগে লেখার জন্য একটি একাউন্ট খুলি। আর নতুন ব্লগ নেম হবে- নন্টে ফন্টের মামু।

নন্টে ফন্টে বাঙলা ভাষায় লিখিত জনপ্রিয় একটি চিত্রায়িত কৌতুক কাহিনীমালা বা কমিকস। একটি বিখ্যাত ভারতীয় বাঙ্গালী চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের কর্তৃক উদ্ভাবিত ও অংকিত। এটি প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা 'কিশোর ভারতী'তে(১৯৬৯)। পরবর্তীতে দেব সাহিত্য কুটির থেকে বই আকারে প্রকাশিত হয়েছে। ২০০৩ খ্রিস্টাব্দ থেকে রঙিন সংষ্করণও প্রকাশিত হচ্ছে। এই কমিক থেকে পরে একটি এনিমেটেড ভিডিও সিরিজও নির্মিত হয়েছে।

নন্টে ফন্টের বিবরণ

নন্টে ও ফন্টে সমবয়সী সহপাঠী দুই বন্ধু, তারা পশ্চিম বাংলার কোনো অজানা মফস্বল শহরের একটি বোর্ডিং স্কুলে থেকে লেখাপড়া করে। তাদের এই বোর্ডিং স্কুলের জীবনের ছোটখাটো বিভিন্ন মজার মজার ঘটনা নিয়েই এই কমিক। তাদের সাথে একই বোর্ডিংয়ে থাকে কেল্টু নামের পাজী ধরনের একটু বেশি বয়সের এক দুষ্টু ছাত্র, "কেল্টুদা" নামে যাকে বোর্ডিংয়ের বাকি ছাত্ররা সম্বোধন করে থাকে। অধিকাংশ গল্পের বিষয়বস্তু কেল্টুর সাথে নন্টে-ফন্টের রেষারেষি, যার পরিসমাপ্তি ঘটে কেল্টুর উচিৎ সাজার মাধ্যমে।

চরিত্রাবলী

কমিকের প্রধান চরিত্ররা সকলেই স্কুল হোস্টেলের বাসিন্দা। নন্টে ফন্টেসহ আরও কিছু ছাত্র এবং বোর্ডিংয়ের সুপারিন্টেনডেন্ট স্যার হলেন প্রধান চরিত্র। এছাড়াও রয়েছে হোস্টেলের বাবুর্চি ও অন্যান্য কাজের লোকজন। মাঝেমধ্যে স্কুলের হেডমাস্টার মহাশয়কেও দেখা যায়। গল্পের প্রায় সব চরিত্রের, বিশেষ করে ছাত্রদের রয়েছে হাস্যরস উদ্রেককারী অদ্ভুত সব ডাকনাম।

নন্টে: নন্টে দেখতে প্রায় ফন্টের মতন তবে চেহারা কিছুটা গোলগাল। তার চুল ছোট এবং কোনো টিকি নেই। দুজনের চিন্তা ভাবনাও প্রায় একই রকম।নন্টে ও ফন্টে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু।

ফন্টে: পোষাক ও চালচলনে নন্টে ফন্টে অনেকটা এক রকম হলেও মাথার পিছনের টিকি দিয়ে ফন্টেকে আলাদা করা যায়। সাদা-কালো সংষ্করণে দুজনেরই পরনে সবসময় সাদা শার্ট এবং কালো হাফ-প্যান্ট থাকতো, তবে রঙিন সংষ্করণে দেখা যায় কমলা/লাল শার্ট এবং কালো হাফ-প্যান্ট পরনে।

কেল্টু: হোস্টেলের মনিটর কেল্টু নন্টে-ফন্টের থেকে বয়সে বড়, এক ক্লাসে ছয়বার ফেল করা। আর সব ছাত্ররা তাই তাকে "কেল্টুদা" সম্বোধন করে। কেল্টু দেখতে লম্বা, শীর্ণকায় এবং কোঁকড়াচুলো। কমিকে আর-সব ছাত্রদেরকে হাফ-প্যান্ট পরনে দেখা গেলেও কেল্টুকে দেখা যায় ফুল-প্যান্টে, সম্ভবত তার অধিক বয়সের ইঙ্গিত। নন্টে-ফন্টেকে ও অন্যান্য কম বয়সী ছাত্রদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেয়ার জন্য কেল্টু বিভিন্ন রকম ফন্দি-ফিকির করে, ভয়-ভীতিও প্রদর্শন একেবারে বিরল নয়। তবে তার আঁটা ফন্দিতে প্রায়শই সে নিজে জব্দ হয়। কেল্টু সুপারিন্টেনডেন্ট স্যারকে খুশি রাখতে চায়, তবে অধিকাংশ গল্পেরই সমাপ্তি ঘটে এর উল্টো ঘটনা দিয়ে।

সুপারিন্টেনডেন্ট স্যার: হোস্টেল ও তার ছাত্রদের দেখাশোনার দায়িত্বে আছেন টাক মাথা ও বিশাল বপুর অধিকারী ভোজনরসিক সুপারিন্টেনডেন্ট স্যার। ছাত্রদের কড়া শাসনে রাখতে পছন্দ করেন আর শাস্তি হিসেবে বেত মারাটাই তাঁর প্রিয়। অনেক গল্পেই দেখা যায় রাতে ঘুমানোর আগে তিনি নিয়মিত এক বাটি দুধ খান। অধিকাংশ গল্পেই তাকে নিয়ে বিভিন্ন রকম তামাশা করা হয় এবং প্রায়ই তিনি প্রচন্ড জোরে আছাড় খান। তাঁর একটি হাস্যরসাত্মক ছদ্মনাম হলো "মিঃ হাতি"।

অন্যান্য/অপ্রধান চরিত্র: উল্লেখযোগ্য অপ্রধান চরিত্রের মধ্যে রয়েছে হোস্টেলের রান্নাবান্নার দায়িত্বে নিয়োজিত বাবুর্চী বা ঠাকুর। একে বিভিন্ন গল্পে উড়িয়া, বিহারী বা ঢাকাই টানে কথা বলতে দেখা গেছে। হোস্টেলের অন্যান্য ছাত্রদের মধ্যে নেপচাঁদ, ল্যাংচা, বোঁচা এরকম কয়েকটি নাম ঘুরেফিরে আসতে দেখা গেছে। গল্পের খাতিরেই কখনো দুয়েকটি পোষা বা জংলী জীবজন্তুর আবির্ভাব ঘটলেও কোনটিই নিয়মিত নয়।

- উইকিপিডিয়া

বিষয়: বিবিধ

২৯০৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321155
২০ মে ২০১৫ সকাল ১১:২৫
321156
২০ মে ২০১৫ সকাল ১১:২৬
321157
২০ মে ২০১৫ সকাল ১১:২৬
321208
২০ মে ২০১৫ দুপুর ০১:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল,স্বাগত জানাচ্ছি।
২০ মে ২০১৫ দুপুর ০৩:৫৭
262346
নন্টে ফন্টের মামু লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
321233
২০ মে ২০১৫ দুপুর ০১:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি কি পশ্চিম ভঙ্গের কেউ? স্বাগতম।
২০ মে ২০১৫ দুপুর ০৩:৫৮
262350
নন্টে ফন্টের মামু লিখেছেন : অইত পারি, আবার নাও অইত পারি। তয় দাদাগো দেশে ধাক্কাই দিতে না চাইলেও পাইত্তেন।
২০ মে ২০১৫ বিকাল ০৪:৩০
262360
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চাটগাঁইয়া মনে হইতাছে.... গম তাইক্কোওয়া অনল্লাই আঁই দোয়া গরির!!!
321243
২০ মে ২০১৫ দুপুর ০২:১৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চালিয়ে যান, তবে তেলছাড়া লং জার্নিতে গাড়ি স্টার্ট দিলে পথিমধ্যে আটকে যেতে পারে।
ধন্যবাদ স্বাগতম
২০ মে ২০১৫ বিকাল ০৪:০০
262351
নন্টে ফন্টের মামু লিখেছেন : যহন ত্যালের অভাব অইবো, তহন গ্যাঞ্জাম খানরে ডাকুমনে।
ওয়েলকামমমমমমমমমমমমমমমমমমমমমমম।
321264
২০ মে ২০১৫ বিকাল ০৪:০২
ছালসাবিল লিখেছেন : নন্টে ফন্টের কি খবার ভাইয়া Day Dreaming Love Struck
২০ মে ২০১৫ বিকাল ০৪:০৮
262356
নন্টে ফন্টের মামু লিখেছেন : নন্টে নানা বাড়ি যাবে তো ফন্টে যেতে দিবে না। নন্টের পরীক্ষা নাই,তয় ফন্টের পরীক্ষা আছে। নন্টে মায়ের কাছে অনুমতি পাইয়াও ফন্টের প্যাচের কারণে যেতে পারছে না। এই অবস্থা দুপুরের পর দেইখ্যা আইচি।
২০ মে ২০১৫ বিকাল ০৫:০৬
262371
ছালসাবিল লিখেছেন : হেহেহে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে Tongue গ্যাঞ্জাম লাগিয়ে দিলেন দুই ভাগিনার মাঝে Tongue
মামামামামামামু Love Struck Tongue
321282
২০ মে ২০১৫ বিকাল ০৪:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে স্বাগতম। নন্টে ফন্টের উপর যথেষ্ট অভিজ্ঞতা আপনার!আমিতো ভাই ইঁদুর-বিড়ালের দুষ্টুমিটা চোখের সামনে পড়লে হা করে চেয়ে থাকি!
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
262388
নন্টে ফন্টের মামু লিখেছেন : হ নন্টে ফন্টেরে লই অনেক ক্যাচালে আছি।
321284
২০ মে ২০১৫ বিকাল ০৪:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! ব্লগে আপনাকে স্বাগতম! Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose ও ফুলেলে শুভেচ্ছা! নিয়মিত লিখুন!
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
262389
নন্টে ফন্টের মামু লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহা ওয়া বারাকাতুহা ও মাগফেরাতুহা। দুআ চাই।
১০
321300
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন :

ব্লগে আপনাকে স্বাগতম!!!
২১ মে ২০১৫ সকাল ০৬:০১
262573
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধইন্যেবাদ।
১১
321333
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
আবু জান্নাত লিখেছেন : নন্টে ফন্টের কার্টুন আমি অনেক বার দেখেছি, বার বার দেখেছি, গুপ্তধন, মর্নিং ওয়াক, আবিস্কার, চুল গজানোর ওষুধ, দেয়াল তৈরীর স্প্রে ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ।
২১ মে ২০১৫ সকাল ০৫:৫৮
262566
নন্টে ফন্টের মামু লিখেছেন : অাপনাকেও ধইন্যেবাদ।
১২
321362
২০ মে ২০১৫ রাত ০৮:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এইয়্যা আবার কেমুন নাম? Thinking Thinking
২১ মে ২০১৫ সকাল ০৫:৫৯
262567
নন্টে ফন্টের মামু লিখেছেন : নামডা আন্নের পচন্দ অয় নাই?????
১৩
321378
২০ মে ২০১৫ রাত ০৮:৩৮
আফরা লিখেছেন : আপনার যেই নাম এই নামের মুজেজা শুনার দরকার নাই । বন্ধু ভাইয়া আপনাকে ব্লগে স্বাগতম Rose Rose Rose
২১ মে ২০১৫ সকাল ০৫:৫৯
262568
নন্টে ফন্টের মামু লিখেছেন : মাজেজা না শুনলে জানবেন ক্যাম্বালে এমন না ক্যান????????????????
১৪
321428
২০ মে ২০১৫ রাত ১১:৫৪
আহমেদ ফিরোজ লিখেছেন : স্বাগতম
২১ মে ২০১৫ সকাল ০৬:০২
262574
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধইন্যেবাদ।
১৫
321442
২১ মে ২০১৫ রাত ১২:৪১
আব্দুল গাফফার লিখেছেন : ব্লগে আপনাকে স্বাগতম
Good Luck Good Luck
২১ মে ২০১৫ সকাল ০৬:০১
262572
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধইন্যেবাদ।
১৬
321464
২১ মে ২০১৫ রাত ০১:৪৩
শাহীন সিদ্দিকী লিখেছেন : ব্লগে আসলাম, স্বাগতম জানালাম!
২১ মে ২০১৫ সকাল ০৬:০০
262571
নন্টে ফন্টের মামু লিখেছেন : ধইন্যেবাদ।
১৭
321526
২১ মে ২০১৫ সকাল ১০:১০
কুশপুতুল লিখেছেন : নন্টে ফন্টে তুমি কিন্তু সত্যি চমৎকার
এ বিষয়ে বলতে পারো অমত আছে কার?
ভাল লাগল নন্টে তোমায় অনেক অনেক ভালো
নন্টে ফন্টে দূর করে দিক মনের যত কালো।
২১ মে ২০১৫ সকাল ১১:০৪
262597
নন্টে ফন্টের মামু লিখেছেন : -
কুশপুতুলের এই যে কাব্য আমায় নিয়ে লেখা
বুঝতে পারি তার ব্লগে অনেক যাবে শেখা।
মাঝে মাঝে ভাবনা আসে সবাই কেন ভালো
চিরতরে দুর হয়ে যাক সবার মনের কালো।
১৮
322150
২৪ মে ২০১৫ সকাল ০৮:২০
শিহাব আহমদ লিখেছেন : স্বাগতম । ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৪ মে ২০১৫ সকাল ০৮:৫৩
263235
নন্টে ফন্টের মামু লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File