"Happy Couple"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২০ মে, ২০১৫, ১১:২৫:৪৯ সকাল

দুই পিস ব্রেডের মাঝে বিভিন্ন ধরনের ingredients দিলে তবেই তৈরি হয় Sandwich যা ক্ষুধা নিবারণ করে, পুষ্টি যোগায় এবং মানুষকে কর্মক্ষম করে তুলে।শুধু ব্রেড তেমন কোন অর্থবহন করে না, এর স্বার্থকতা ingredients নির্ভর।

কিন্তু Wife-Husband সম্পর্কের মাঝে কোন ingredients লাগে না।একে অপরের পরিপূরক, সহায়ক। প্রেম-ভালোবাসা, পারস্পারিক Understanding এবং পারিবারিক বন্ধন প্রভৃতি আসে মন থেকে। আর সেই মন থেকে একে- অপরের সাথে সারা জীবন সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকাটাই এখানে ingredients, যা কক্ষনোই বাইরে থেকে আসে না।তাই Wife-Husband সম্পর্ক ingredients নির্ভর না হয়ে "দুজন মানুষ" নির্ভর।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালা আমাদের কত্ত নিয়ামতে ধন্য করেছেন।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321199
২০ মে ২০১৫ দুপুর ০১:১৬
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে
এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
০৪ জুন ২০১৫ সকাল ১১:২২
266349
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হুম, আই আন্নেরে দেইখা আইছি
321285
২০ মে ২০১৫ বিকাল ০৫:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! সুন্দর লিখেছন ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে!
০৪ জুন ২০১৫ সকাল ১১:২৪
266350
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সালাম, আপনাকেও ধন্যবাদ যদিও দেরিতে
০৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
266439
শেখের পোলা লিখেছেন : শেখ সাহেব বলতে শেখ মুজিবকে বোঝায়, আমি ওদের কেউ নই, আমি অন্য এক শেখের পোলা৷ অতি নগন্য মানুষ৷
321349
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : দারু উপমা!ধন্যবাদ৷
০৪ জুন ২০১৫ সকাল ১১:২৪
266351
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জনাব শেখ সাহেবের পোলা আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File