- ছাত্রলীগ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৫, ১০:০২:৩৫ রাত
কখনো সে পুলিশ
কখনো সে আনসার
ললনা মেলে যদি
বনে যায় ডানসার।
কখনো সে ছাত্র
কখনো সে পাত্র
ধর্ষণে সেঞ্চুরী
বাকি নেই মাত্র।
কখনো সে টেন্ডারবাজ
কখনো সে সন্ত্রাসী
গুম খুনে জুড়ি নেই
চোরাই মালের খালাসি।
কখনো সে মিছিলে
কখনো সে পত্রিকায়
হাতে নাতে ধরা পড়ে
পরকিয়ার মত্ততায়।
কখনো সে নেশাখোর
কখনো সে সাধুজন
নেতা যখন চাপড়ায় পিঠ
বেড়ে যায় খুব ওজন।
গুণের তার নেইকো শেষ
এমনই পাবলিক
এই আমাদের সোনার ছেলে
নাম তার ছাত্রলীগ।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খবর দিব পতেঙ্গায়!!!
মন্তব্য করতে লগইন করুন