সুষ্ঠু নির্বাচন! অসাধারণ নির্বাচন!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ২৯ এপ্রিল, ২০১৫, ০৯:৫৩:৫৮ রাত
গত ২৮এপ্রিল অসাধারন একটি নির্বাচন অনুষ্ঠিত হল য দেখে আমি অভিভূত! এই নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এযবৎ কালের সবচেয়ে ভাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে! প্রধানমন্ত্রীপুত্র জয় বলেছেন শুধুমাত্র দুটো কেন্দ্রে সমস্যা হয়েছে! সুষ্ঠু নির্বাচন হয়েছে! আর নির্বাচনের প্রধান কারিগর বলেছেন তিনি কোন অভিযোগ পাননি, নির্বাচন শান্তিপূর্নভাবেই হয়েছে! মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, খেলাতে গেলে একটু ফাউল হতেই পারে! অসাধারণ সত্য কথা। তাই বলে এমন ফাউল, যা ভারত-বাংলাদেশ ম্যাচকেও হার মানায়! প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যার মধ্যে অনেক তত্ত্ব রয়েছে। বিএনপি এত খারাপ এরপরও মানুষ তাদের এত ভোট দেয়! চিন্তার বিষয় সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রর্থীরা জামানত হারাতো কিনা! সুইডেনের রাষ্ট্রদূত রীতিমত দৌড়ানি খেলেন নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে। তিনি আর কখনো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে রাজি হবেন বলে মনে হয়না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ এবং দেশি-বিদেশি সংস্থা, প্রায় সবকটি পত্রিকা এই নির্বাচনকে সমর্থন করেননি। সবাই বলেছে এটি সরকারি দলেন একক আধিপত্যে বলপ্রয়োগ ও ভোট চুরির মাধ্যমেই হয়েছে। সিটি নির্বাচনের পূর্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহনের ঘোষণায় সমালোচিত হচ্ছিল। সেইসাথে আরেক পক্ষের সমালোচনায় পড়েছিল ৫জানুয়ারির নির্বাচনে অংশগ্রহন না করায়। সিটি নির্বাচনে অংশগ্রহন করে দই পক্ষকেই উত্তর দিয়েছে বিএনপি। প্রথম পক্ষ, নিজ দলের লোকজনের মাঠে থাকার মত শক্তি-সাহস কোনটাই নেই। দ্বিতীয় পক্ষ দেখেছে ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহন করলেও কী ঘটতে পারত!
রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরী। আল্লাহ আমাদেন সকলকে হেফজত করুন। আমিন।
বিষয়: রাজনীতি
১৩৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন