আবার তোরা মানুষ হ

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৮ আগস্ট, ২০১৫, ০৪:২৬:৫৭ বিকাল

আবার তোরা মানুষ হ৤ জনপ্রিয় একটি চলচ্চিত্রের নাম৤ বর্তমান সময়ে ছোট্ট এই বাক্যটি আমাদের পিছু তাড়া করছে, আর আমরাও এর থেকে দূরত্ব বাড়াতে সবেগে ছুটে চলছি৤ মানুষ নামক শব্দের সাথে আমাদের দূরত্ব বেড়েছে অনেক৤ দূরত্ব এতই বেড়েছে যে, এর সাথে সচরাচর দেখাও মিলছেনা৤ আমরা একেকজন পশুতে রুপ নিয়েছি…. না পশু নয়, পশুরা জানতে পারলে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে৤ পশুরা দাবী করবে তারা এত নীচু নয়৤ দাবীও যুক্তিসংগত৤ তাহলে কিসের সাথে তুলনা করা যায়? খুঁজে পাচ্ছিনা কোন শব্দ৤ সাধারণ ব্যবহৃত শব্দটিই ব্যবহার করছি৤ অমানুষ৤ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব৤ মানুষ সেরা আর অমানুষ এর সম্পূর্ণ বিপরীত৤

সমরনীতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে নারী ও শিশুরা নিরাপদ৤ শত্রু-মিত্র উভয় পক্ষই তাদের নিরাপত্তা দিতে বাধ্য৤ যদিও মাঝে মধ্যে এর ব্যত্যায় ঘটে৤ ঘটলেও সেই হত্যাকাণ্ডগুলো নৃশংসতার মাধ্যমে ঘটানো হয়না৤ কিন্তু আমাদের সমাজের এ কী হল! নৃশংসতার নিত্য নতুন রুপ প্রকাশ হচ্ছে৤ আজ একরুপ দেখছিতো কাল ভিন্ন রুপ! নতুন মাত্রা পুরোন ঘটনাকে ভুলিয়ে দিচ্ছে৤ খোলা রাস্তায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা, বেডরুম পাহারা দিতে না পারায় সাংবাদিক দম্পতি হত্যা, উল্লাস করে পিটিয়ে শিশু রাজন হত্যা, পানিতে ডুবিয়ে শিশু হত্যা, পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিব হত্যা৤ এমনকি মায়ের পেটে নিরাপদে থাকা শিশুর গুলিবিদ্ধ হওয়া! গাড়িতে-বাড়িতে-অফিসে ধর্ষণের শিকার হচ্ছে নারী৤ আজ আপনার বোন ভিকটিম, আমি তামাসা দেখছি৤ কাল আমার বোন ভিকটিম, আপনি তামাসা দেখছেন৤ ধর্ষিত আমাদের বিবেক৤ এর বাইরে আরেকটি গ্রুপ টিভি শোতে এসে টকটক করে প্রতিবাদ করে দায়মুক্তির চেষ্টা করে৤ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মুগুর (শক্তি) আর অর্থের কাছে দায়বদ্ধ৤ Industrial Business এ পড়েছিলাম, শ্রম আদালতে শ্রমিকরা যখন তাদের অধিকার প্রশ্নে কোন অভিযোগ করে৤ তখন মালিকপক্ষ বারবার সময় চায়, এতে মামলায় দীর্ঘসূত্রীতার সৃষ্টি হয়৤ একসময় শ্রমিকপক্ষ হাল ছেড়ে দেয়৤ এছাড়াও মালিকপক্ষের অর্থকড়ি নিয়ে সমস্যা না থাকায় এর সুব্যবহার করতে পারে৤ অন্যদিকে শ্রমিকপক্ষ অর্থ সংকটের কারণে নিজেদের গুটিয়ে নেয়৤ ওই Philosophy এখন অন্যান্য মামলায় প্রয়োগ হচ্ছে, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে৤ কথা আর না বাড়াই, তামাসা দেখায় মনোযোগ দেই৤ প্রতিরোধ! দরকার নেই৤ Oil your own machine….

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334504
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৭
নাবিক লিখেছেন : এগুলো আল্লাহর গজব! সমাজে বেহায়াপনা, অশ্লীলতা এতো বেশি পরিমান ছড়িয়ে পড়েছে যে, আল্লাহও এখন নারাজ হয়ে যাচ্ছেন। পোস্টে++++++++++

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File