★★★ ★ ★★ ★★ লাশটি কবরে শুয়ে আছে ★★ ★★ ★★ ★★ +++++++++++++++++++++++++++++++++++++++++
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ আগস্ট, ২০১৫, ০৪:২২:১১ বিকাল
এক পাল পিঁপড়া নাকের ও কানের ফুটো দিয়ে সারি বেঁধে ঢুকছে।।
একদল ব্রেনের মধ্যে ঢুকে, কুটকুট-কুটকুট করে মগজ কাটতে লাগল।
আরেকদল নাড়িভুঁড়ি ফুটো করতে শুরু করল।
আহ্ কী কষ্ট!! কী যন্ত্রনা!......
একটা গোখরা সাপ ঢুকে পড়েছে কবরে। বিশাল এক ফণা তুলে এক ছোবলে, একটা চোখ তুলে মুহূর্তেই গিলে ফেললো, পরক্ষণেই আরেকটা চোখে ছোবল বসালো। চোখবিহীন লাশটাকে কী ভয়ংকরই না দেখাচ্ছে।
কোত্থেকে চারটা দুষ্টু শেয়াল এসে, খামচে খামচে কবরের মাটি আঁচড়াতে লাগল।
একসময় তারা তাদের খাবারের সন্ধান পেয়ে গেলো। ক্ষুদার্থ, তৃষ্ণার্ত শেয়ালগুলো শরীরের পচাগলা অংশগুলো ধারালো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগল।
একপর্যায়ে, পেটের নাড়িভুঁড়ি নিয়ে তারা মারামারি লেগে গেলো।
একজনের মুখ থেকে আরেকজন ছিনিয়ে নিচ্ছে মাংসের টুকরা।
আহ্ কী কষ্ট!! কী যন্ত্রনা!..........
বর্ষার পানিতে কবর ডুবে গেল।
লাশটি কবরের মধ্যে ভাসতে শুরু করল। ভাসতে ভাসতে একবার উপরে উঠে, আবার নিচে ডুবে যায়।
এভাবে চলতে থাকে লাশের লীলা-খেলা।
গ্রীষ্মকালে, শরীরের মাংস পঁচতে শুরু করে। গরমে, তাপে শরীর থেকে রশ বের হয়ে পিঠের নিচে পানি জমে যায়। সেখান থেকে পোকার সৃষ্টি হয় এবং
এসব পোকা কিলবিল-কিলবিল করতে থাকে লাশের শরীরে।।
একসময় শরীরের মাংস বিলীন হয়ে যায়।
অবশিষ্ট থাকে শুধু হাড়।
হিংসুটে, পাষাণ, নির্দয় মাটি সেই হাড়টুকু তাঁর পাওনা অংশ হিসেবে,
কুটরে কুটরে খেতে থাকে। আহ্ কী কষ্ট!! কী যন্ত্রনা!.........
এভাবেই বিলীন হয়ে যায়, একেকটি মানব শরীর।
কতই না রহস্য লুকিয়ে আছে ঐ কবরে।
আহারে!! চিৎকার কেউ শুনবেনা।
এখন ও সময় আছে সাবধান হওয়ার।
আল্লাহ আমাদের মাফ করার।
হে আল্লাহ....!!
"আমাদেরকে ঐ ভয়ংকর
আজাব থেকে মাফ করে দিন'।
_____________আমিন
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ....!!
"আমাদেরকে ঐ ভয়ংকর
আজাব থেকে মাফ করে দিন'_____________আমিন ছুম্মা আমীন।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন