থাবা পার্টি থেকে সাবধান।

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৫ জুন, ২০১৫, ০৯:০৫:৪৭ রাত

এই গরমে বাস-ট্রেন ভ্রমনে জানালার পাশে বসে ফেসবুকিং, ভিডিও দেখা অথবা প্রিয়জনের সাথে কথা বলা। ফিলিংসটাই অন্যরকম, তাইনা? আপনার ফিলিংসটাকে আপডেট করে দিতে আশেপাশে আছে থাবা পার্টির সদস্যরা। যে কোন মুহূর্তে আপনার প্রিয় মোবাইলটি থাবা দিয়ে নিয়ে যেতে পারে এই আপডেট তরিকার সদস্যরা। একটু আগে সায়েদাবাদে আমাদের পাশের বাস থেকে এভাবেই নাই হয়ে গেল এক যাত্রীর মোবাইল। যাত্রী বাস থেকে নামলেন ধরার আশায়, এর মধ্যেই নাই হয়ে গেল থাবা পার্টি। এই ধরনের ঘটনা শুধু যে সায়েদাবাদই ঘটে তাই নয়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশেষ করে দূরপাল্লার বাস স্ট্যান্ডে এবং রেল স্টেশনে এমনকি ঢাকার বাইরে ঘটছে। অতএব সাধু সাবধান।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File