সংবাদ, সাংবাদিকতা!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ১১ মার্চ, ২০১৫, ১১:২৯:৩৬ রাত
আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় পাতায় ড. শেখ আবদুস সালামের লেখা পড়ে আমার পবিত্র কোরানের একটি আয়াত মনে পড়ল, "আল্লাহ তাদের হৃদয়ে মোহরািঙ্কত করে দিয়েছেন, ফলে তারা দেখেও দেখেনা, বুঝেও বুঝেনা।" স্যর প্রথমেই সংবাদ, সাংবাদিকতার সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলেছেন,। অথচ শেষের দিকে তিনি হরতাল-অবরোধের খবর প্রচার করায় সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়েছেন! তিনি বলেছেন "দু'একটি টিভি চ্যানেলের স্ক্রলে দেশজুড়ে যত সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, গুমের ঘটনা ফলাও করে দেখানো হচ্ছে। দেশে কী আর কোনো ঘটনা নেই?" আমরা জানি, দেশে যা ঘটছে মিডিয়ায় তার অর্ধেকও আসেনা। মিডিয়া সম্পুর্ন সরকার নিয়ন্ত্রিত। এই কারনে টিভি নিউজ দেখা প্রায় বন্ধ করে দিয়েছি। অনেকেই আছেন যারা ফেসবুকে পাওয়া ভুয়া খবর বিশ্বাস করে ফেলেন কিন্তু আমাদের টিভি-পত্রিকার খবর বিশ্বাস করতে দ্বিধা করেন। বর্তমান মিডয়ার উপর আস্থাহীনতার চিত্র এটি।
তিনি তার মতের স্বপক্ষে ভারতের রায়ট প্রসঙ্গে বলেছেন। ভারতের তখনকার সাংবাদিকগণ দাঙ্গা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সংবাদ প্রকাশে সাবধানতা অবলম্বন করেছেন। নি:সন্দেহে প্রশংসার যোগ্য।
সম্মানিত স্যর হিন্দু-মুসলিম দাঙ্গা আর বাংলাদেশের পরিস্থিতি কি এক? যদি একই ধরেন, তাহলে কাদের সন্ত্রাসী বলবেন? যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে স্বৈরশাসন কায়েম করছে তাদের, নাকি যারা সেই ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোরন করছে তাদের? আর আন্দোলন দমনের জন্য যারা গণহত্যা চালাচ্ছে তাদের কি বলবেন? স্যর বিএনপিকে তালেবানের সাথে তুলনা করেছেন। যার মাধ্যমে স্যরের দলকানাত্ব প্রকাশ পেয়েছে। কোন দেশে গণহত্যা, স্বৈরচার চললে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরা কি একজন সাংবাদিকেরর দায়িত্ব নয়? http://www.bd-pratidin.com/editorial/2015/03/11/67834
বিষয়: রাজনীতি
১২০১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের কাছ থেকে ভাল কোন পরিবেশনা আশা করাই উচিত না।
মন্তব্য করতে লগইন করুন