শিরোনামহীন
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ২৮ অক্টোবর, ২০১৫, ০১:০৪:৪৮ দুপুর
স্বাধীনতার মানে কী?
স্বাধীনতার মানে হল স্ব-অধীন, (Self Control) সংযম| মানুষের জীবনে সংযমই যদি না থাকল তবে মানুষ দাঁড়াবে কোথায়? তার Stand Point টা কী হবে? হ্যাঁ, তাহলে কী মানুষ বদলাবে না? এগুবে না? নিশ্চয় এগুবে| একশবার Change আসবে| স্বামীজি বলেছেন, তিনি সেই ধর্মই মানেন যা যুগে যুগে পরিবর্তনশীল| পরিবর্তন ছাড়া আধূনিকতা আসেনা, মানুষ বাঁচতে পারেনা| এবার আমাদের ভাবতে হবে কিসের পরিবর্তন? কার জন্য পরিবর্তন? তাতে কার লাভ হচ্ছে? কার ক্ষতি হচ্ছে? তাই পরিবার সবার আগে বাঁচিয়ে রাখতে হবে| কেননা পরের প্রজম্ম সেখান থেকেই তার প্রাথমিক শিক্ষা গ্রহন করে| Family থেকেই তৈরি হয় Values মূল্যবোধ|
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন