ভাই-বোনের গল্প Happy

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৯ এপ্রিল, ২০১৫, ১০:৩৭:২৬ রাত

-ভাইয়া উঠো !

- না ! এত সকালে ডাকছিস কেন?

-এমনি (তাই বলে হাসতে লাগলো আমার ছোট বোন)

মেঝাজটা খারাপ হয়ে গেল। দিলাম এক চড় বসিয়ে আমার ছোট বোনের গালে ! সে কাদঁতে :'( কাদঁতে আম্মা'র কাছে গিয়ে আমার নামে নালিশ দিল !! আম্মা তো এইবার আমাকে বকা দিতে লাগলেন। বালিশ দিয়ে কান দুইটা চেপে রাখলাম। খুব রাগ হচ্ছে, সকাল সকাল বদটার জন্য বোকুনি খেতে হচ্ছে ! না !আর ভাল লাগে না! ! একটু শান্তি মত ঘুমাতে পারলাম না ! :(

আয় হায়রে, আমার ছোট আপুটির নামটায় বলা হয়নি ! ওর নাম হাবিবা Happy

কিছুক্ষণ পর...

-হাবিবা কি করিস?

কোন কথা নেই। মুখটা দেখে বুঝলাম অভিমান করেছে! সকালে মারেছি বলে।৮ বছরের বাচ্চা ভাইয়ের উপর আভিমান করেছে !

আসলো ছোটদেরও অনেক অভিমান আছে।তারা বেশি অভিমান করে, বাবা আর বড় ভাইয়ের উপর।মায়ের সাথে অভিমান করে লাভ নেই।এটা তারা বোঝে,তাই মায়ের উপর অভিমান করে না। ও যখন আমার সাথে দুষ্টুমি করে তখন আমি মাঝে মাঝে ওকে মারি, কারন মারার পর ও যখন ঠোট দুইটা ফুলিয়ে ফুলিয়ে কাঁদে তখন ওকে অনেক সুন্দর লাগে, আর ওই দৃশ্যগুলো দেখাতে আমার খুব ভাল লাগে।

আসলে এটাই হল ভালবাসা। যাদের আমার মত ছোট বোন আছে তারা হয়তো এই ভালবাসাটা বোঝেন-জানেন।

আমি আমার ছোট্ট বোনকে অনেক অনেক ভালবাসি ♥ আসলেই ও খুব একটা লক্ষ্মী মেয়ে !! Happy

বিষয়: বিবিধ

৬১০৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317530
২৯ এপ্রিল ২০১৫ রাত ১১:১৭
আবু জান্নাত লিখেছেন : বোনের কান্না আপনাকে হাসায় না! ভালোই রসিকতা জানেন।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:০৯
258665
Mujahid Billah লিখেছেন : হি হি, Happy
317531
২৯ এপ্রিল ২০১৫ রাত ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি দেখি আওয়ামি লিগ মত ভালবাসেন!!
মাইরা কান্দাইয়া বলেন এটাই ভালবাসা!!
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৩
258669
Mujahid Billah লিখেছেন : আম্লীগ এর নাম নিয়ে না, নিলে কিন্তু পুরাই গেছেন জমের বাড়ী :-P
317550
৩০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪১
আফরা লিখেছেন : মিষ্টি বোনের দুষ্ট ভাইয়া আপনি ।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
258670
Mujahid Billah লিখেছেন : আহা, আপনিও তো দুষ্টু বোনের মত মিষ্টি মিষ্টি কথা বলেন !
317595
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫১
egypt12 লিখেছেন : বোন আল্লাহর একটি বিশাল নেয়ামত আর স্নেহ মমতার বিশাল এক আধার।
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৬
258724
Mujahid Billah লিখেছেন : আসলেই প্রভু'র নেয়ামতের অন্য আরেকটি নেয়ামত বোনকে পাওয়া।
317618
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন :
ও যখন আমার সাথে দুষ্টুমি করে তখন আমি মাঝে মাঝে ওকে মারি, কারন মারার পর ও যখন ঠোট দুইটা ফুলিয়ে ফুলিয়ে কাঁদে তখন ওকে অনেক সুন্দর লাগে, আর ওই দৃশ্যগুলো দেখাতে আমার খুব ভাল লাগে।


০ মানুষকে মেরে ও তার কান্না দেখে আপনার ভাল লাগে ? তাও আবার আপন বোনকে !!

আপনি একটা সাইকো
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:০০
258780
Mujahid Billah লিখেছেন : ওমাগো, তাইইই !! পরে তো ও আদর করি :P
317669
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৮
Mujahid Billah লিখেছেন : দুঃখিত -সাদিয়া মুকিম, পর পর দু'বার আপনার মন্তব্য আমার ভুল টাইপে ডিলেট হয়ে গেছে !!
349649
১৪ নভেম্বর ২০১৫ সকাল ০৬:১০
মুহামমাদ সামি লিখেছেন : নাহ! আপনি ছোট বোনকে মারেন সেটা আমার সহ্য হলনা ,,,, :(

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File