ভাই-বোনের গল্প
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৯ এপ্রিল, ২০১৫, ১০:৩৭:২৬ রাত
-ভাইয়া উঠো !
- না ! এত সকালে ডাকছিস কেন?
-এমনি (তাই বলে হাসতে লাগলো আমার ছোট বোন)
মেঝাজটা খারাপ হয়ে গেল। দিলাম এক চড় বসিয়ে আমার ছোট বোনের গালে ! সে কাদঁতে :'( কাদঁতে আম্মা'র কাছে গিয়ে আমার নামে নালিশ দিল !! আম্মা তো এইবার আমাকে বকা দিতে লাগলেন। বালিশ দিয়ে কান দুইটা চেপে রাখলাম। খুব রাগ হচ্ছে, সকাল সকাল বদটার জন্য বোকুনি খেতে হচ্ছে ! না !আর ভাল লাগে না! ! একটু শান্তি মত ঘুমাতে পারলাম না ! :(
আয় হায়রে, আমার ছোট আপুটির নামটায় বলা হয়নি ! ওর নাম হাবিবা
কিছুক্ষণ পর...
-হাবিবা কি করিস?
কোন কথা নেই। মুখটা দেখে বুঝলাম অভিমান করেছে! সকালে মারেছি বলে।৮ বছরের বাচ্চা ভাইয়ের উপর আভিমান করেছে !
আসলো ছোটদেরও অনেক অভিমান আছে।তারা বেশি অভিমান করে, বাবা আর বড় ভাইয়ের উপর।মায়ের সাথে অভিমান করে লাভ নেই।এটা তারা বোঝে,তাই মায়ের উপর অভিমান করে না। ও যখন আমার সাথে দুষ্টুমি করে তখন আমি মাঝে মাঝে ওকে মারি, কারন মারার পর ও যখন ঠোট দুইটা ফুলিয়ে ফুলিয়ে কাঁদে তখন ওকে অনেক সুন্দর লাগে, আর ওই দৃশ্যগুলো দেখাতে আমার খুব ভাল লাগে।
আসলে এটাই হল ভালবাসা। যাদের আমার মত ছোট বোন আছে তারা হয়তো এই ভালবাসাটা বোঝেন-জানেন।
আমি আমার ছোট্ট বোনকে অনেক অনেক ভালবাসি ♥ আসলেই ও খুব একটা লক্ষ্মী মেয়ে !!
বিষয়: বিবিধ
৬১০৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাইরা কান্দাইয়া বলেন এটাই ভালবাসা!!
০ মানুষকে মেরে ও তার কান্না দেখে আপনার ভাল লাগে ? তাও আবার আপন বোনকে !!
আপনি একটা সাইকো
মন্তব্য করতে লগইন করুন