একটা গোলাপ আর তার মূল্য কত?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৫, ০৪:০১:০২ বিকাল

আমার সীমাবদ্ধতা আছে

আমি চাইলেই লাল গোলাপটা তোমার খোঁপায় গুজে দিতে পারিনা।

আমার বাবা ফুটবল কিনে দেবে বলে সাথে করে বাজারে নিয়ে গিয়েছিল আমাকে

ভুলে যাবার ছলে আর কিনে দেয়া হয়নি

আমিও বুঝে গেছি বলটা আর কেনা হবেনা কোন দিন।

তুমি চাইলেই আমাকে নিয়ে বল খেলতে পারোনা

পোড় খাওয়া জীবন আমার পুড়তে পুড়তে খাঁটি

সেই ফুলের টাকাটা আমার অবসরপ্রাপ্ত বাবার হাতে গুজে দিলে

বাবা হয়তো জসিমকেই দিয়ে দেবে, সে মাদ্রাসায় পড়েনা বাবা জানে

মিথ্যে কথা বলে হাত খরচ নিয়ে যায়, আমরা যতই বলাবলি করি

বাবা জসিম এর কথাই বিশ্বাস করবে। জসিমই সত্য ছিল, লিখাপড়া খুব একটা না করলেও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সে, ফল নিয়ে বাবাকে দেখতে আসে।

একটা গোলাপ এর মূল্য তোমার কাছে খনিক আনন্দ আর বাবার কাছে হয়তো কিছুই না, তবুও আমি সেখানেই পরকালের পথ খুঁজি।

০৫.০৪.২০১৫/১০.৩০

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313065
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৩
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৯
254195
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন মোবারক ভাই
313069
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৫
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : Rose Rose @};
অনেক ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৯
254196
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ রইল সাইফুল ইসলাম গাজী ভাই Good Luck Good Luck
313080
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Rose ভালো লাগলো
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৪০
254197
বাকপ্রবাস লিখেছেন : কুপ করে দন্যবাদ লইপেন
313082
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৭
আবু জান্নাত লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose যত গোলাপ লাগবে নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৪০
254198
বাকপ্রবাস লিখেছেন : জিনা, টাকা ছাড়া কোন কিছুতে মন বসেনা
313105
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোলাপ দিয়া কি কাম!!
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৪১
254199
বাকপ্রবাস লিখেছেন : আমিওতো হেইডা কই
313127
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো তাই ভালোলাগা রেখে গেলাম!
একটা গোলাপ এর মূল্য তোমার কাছে খনিক আনন্দ আর বাবার কাছে হয়তো কিছুই না, তবুও আমি সেখানেই পরকালের পথ খুঁজি........সুন্দর অনুভুতি.......।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৪১
254200
বাকপ্রবাস লিখেছেন : মাহবুবা সুলতানা লায়লা আপু অনেক অনেক ধন্যবাদ জানবেন
313151
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি কিছু বুঝি নাই! কবিতা বুঝি না, বুঝার চেষ্টা করছি, প্লিজ বুঝিয়ে দিন।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৫১
254201
বাকপ্রবাস লিখেছেন : * দারিদ্রতা আছে এখানে, গোলাপ কেনা বিলাসিতা
** অসহায়ত্ব আছে, ছেলেকে বল কিনে দিতে পারেনি, কিনে দেবনা সেটাও বলেনি, বাজারে গিযে এমন ভান করল ভুলে গেছে তাই কিনা দেয়া হয়নি
*** অবস্থাকে মেনে নেয়া আছে, বল কিনে দেইনি তাই কান্নাকাটিও হয়নি, বুঝে গেছে বল আর কেনা হবেনা
**** নিজের অবস্থানকে ভুলে না যাওয়া আছে : বাবা একসময় ছেলেকে দিতে পারেনি, আজ স্বাবলম্বী তাই অন্যের ছেলে নিকট আত্মীয় এসে হাত খরচ নিযে যায় মাদ্রাসায় পড়ে সেই অজুহাতে, সবাই জানে সে পড়েনা, আগে পড়তো, টাকার অভাবে তারও লেখা পড়া হচ্ছেনা, তাকে সাহায্য করা হচ্ছে, আর ছেলে মেয়েরা বলছে আপনি একজন মিথ্যাবাদিকে সাহায্য করছেন, আর বাবা বলছেন না সে সত্য বলছে, পরবর্তীতে দেখা গেল ছেলেটা যখন নিজের পায়ে দাঁড়াল তখন সেও কৃতজ্ঞকা জানাল, ফল নিয়ে দেখা করতে আসল, তখন ছেলে মেযেরা বুঝল সেই ছেলেটা শিক্ষা বন্ধ করে দেয়নি, সে নৈতিক শিক্ষা তখনো শিখছিল, যা স্কুলে যেতে হয়না, এমনিতেও শিখা যায়, তাই বলা হল "জসিমই সত্য ছিল"
বাবার প্রতি ছেলের কর্তব্য মমত্ববোধ আছে : ছেলের কাছে প্রেয়সি তুচ্ছ, যে টাকা দিযে প্রেয়সিকে সাময়িক খুশি করতে পারত সেটা সে বাবার হাতে তুল দেয়, আর বাবার তখন টাকার প্রয়োজন নেই, সেই টাকাটা জসিমকেই দিযে দেবে, যাতে অন্যের উপকার হয়, কিন্তু ছেলে ভাবে বাবা যখন টাকাটা হাতে নেবে তখন খুব খুশী হবে, মন থেকে দোয়া করবে, বাবার যে দোয়াটা পরকাল এর পথ অনেকটা সুগম করে দেবে

পুরোটাই ব্যাখ্যা করে দিলাম
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০৯
254208
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হলাম। মাঝে মাঝে না বুঝে থাকলে আপনাকে ডিস্টার্ব করব, বিরক্ত হবেন না প্লিজ!
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৫
254210
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File