বিলম্বে হলেও বোধোদয় ঘটেছে খাম্বাম্মার, তাই আদালতে হাজিরা দিতে গেলেন খাম্বাম্মা
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ এপ্রিল, ২০১৫, ০৩:৫৫:৪৪ দুপুর
দেশের আইন-কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আদালতে হাজিরা দেয়া থেকে বিরত ছিলেন খাম্বাম্মা। বিগত তিনমাস শত শত মানুষকে পেট্রলবোমায় হতাহত করে, জঙ্গিবাদী ডিমে তা দিয়ে জঙ্গিবাদী বাচ্চা ফুটিয়েছে জঙ্গিমাতা খালেদা। এখন আদালতে হাজিরা দিয়ে বাসায় ফিরতে চায়। গ্রেফতারী পরোয়ানা আছে জঙ্গিমাতা খালেদার নামে, সেই গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার নয়, গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিন জঙ্গিমাতাকে। ১৩৮ খুনের বিচার করুন। হাজিরা দেব না, দেখি কি করিস! জাতীয় পাতি মাস্তানী দেখাচ্ছিলেন খাম্বাম্মা। কিন্তু পাতি মাস্তানের দিন শেষ। আদালতে এবার হাজিরা না দিলে গ্রেফতারের নির্দেশ আসবে। বিলম্বে হলেও বোধোদয় ঘটেছে খাম্বাম্মার। তাই আদালতে হাজিরা দিতে গেলেন খাম্বাম্মা। এতিমদের টাকা চুরি করে হজম করা ততো সহজ নয়, খাম্বাম্মার এই বোধোদয়ও ঘটবে। দেশকে এগিয়ে নিতে হলে নেতৃত্বের কথা ভাবতে হবে। আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যত গড়তে নেতৃত্বের কথা ভাবতে হবে। জঙ্গিবাদী, স্বাধীনতাবিরোধীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের দেশের ভবিষ্যত, আগামী প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হতে দেয়া যাবে না।
বিষয়: বিবিধ
৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন