বাঁচাবে কি মৃত অন্তর?!!
লিখেছেন লিখেছেন মেরাজ ০৫ এপ্রিল, ২০১৫, ০৪:৩১:৫৩ বিকাল
আজ আন্দোলনের চার মাস পর
দীর্ঘশ্বাস করে ভর
খুঁজতে গেলাম রাজপথে
স্মৃতির তাজা বারুদ,
সেই তো চেনা চেনা ট্রাফিক জ্যাম আর
গাড়ির চাকা গুলো ঘুরতে চায় না আর
ধোঁয়া আর হর্নের কড়া ইনফিউশান
পালিয়ে থাকাই এখন স্বপ্ন নির্ভর।
প্রতিটা স্লোগান যেন দিনের অন্তরা
সন্ধ্যে নামতো ঠিক নতুন আশা নিয়ে-
এখনোতো একই ভাবে দিন যায় রাত আসে
বেলা শেষে হতাশার গেয়ে
সেইতো চেনা চেনা দানবের মুখ তবু চেনা নয়
বুকের মাঝে সাত বছরের অবক্ষয়,
বিশাল্যকরণের মত আজ সেই আন্দোলন
বাঁচাবে কি মৃত অন্তর?
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত অন্তর অবশ্যই বেঁচে উঠবে। সবর করুন।
মন্তব্য করতে লগইন করুন