মঙ্গল শোভাযাত্রা ও আমাদের শিকড়

লিখেছেন লিখেছেন মেরাজ ১৬ এপ্রিল, ২০১৬, ০১:৩০:২১ রাত

উনি খুব ছোট বয়সেই বুঝতে শিখেছিলেন যে নিজের হাতে বানানো পুতুল কোনদিন কারো খোদা হতে পারে না । তিনি তাঁর পিতা মাতাসহ সবাইকে বুঝাতে চেষ্টা করেও ব্যর্থ হন। একদিন তাঁর এলাকার সব লোকেরা যখন মেলা উপলক্ষে বাজারে চলে গেলো, তিনি তখন একটা কুঠার দিয়ে সব মুর্তির মাথা ভেঙ্গে কুঠারট বড় মুর্তির গলায় ঝুলিয়ে রাখলেন ।

লোকেরা ফিরে এসে তাদের মূর্তি ভাঙ্গা দেখে তাঁকে বললো যে "তুমিতো মেলাতে যাওনি । তুমি কি বলতে পারো কে আমাদের দেবতা গুলোকে ভেঙ্গছে ?" তিনি বললেন "তোমাদের বড় মূর্তিটাকে বল, আর তার গলাতেতো কুঠার দেখা যাচ্ছে সুতরাং সেই মেরেছে।" লোকেরা বলল " তুমি তো জান মূর্তি কথা বলতে পারে না সে কিভাবে জানাবে আর না পারে নড়াচড়া করতে তবে সে কিভাবে অন্য মূর্তি গুলো ভাঙ্গবে।"

এইভাবে তিনি হাতে কলমে শিখিয়ে দিলেন মূর্তি কি করে ভাঙ্গতে হয়।

তিনি আর কেহ নন তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসাল্লাম। আমরা সেই জাতির পিতার সন্তানেরা আজ কাফেরদের সেই মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় যাই।

ধীক্কার জানাই! ধীক!! ধীক!!!

তোমাদের মুখে একদলা থুতু ছিটাইতেও ঘৃণা হয় হে কথিত বাঙ্গালীত্ব।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365825
১৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ হিন্দুদের চেয়েও মুসলিম নাম ধারী হিন্দু মানসিকতার লোকগুলো বেশি ক্ষতিকর
365845
১৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৩
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধীক্কার জানাই! ধীক!! ধীক!!!

তোমাদের মুখে একদলা থুতু ছিটাইতেও ঘৃণা হয় হে কথিত বাঙ্গালীত্ব। ১০০% সহমত
365852
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩১
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

নিজে মুসলিম হবার চেয়ে
বাঙ্গালি হওয়া টা যে বড় বেশি প্রয়োজন
365870
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সেকুলার নামের নাস্তিকরা শ্লোগান তুলছে-আগে বাঙ্গালী, পরে মুসলিম (নাউজুবিল্লাহ)।

আবার তাদের কাছে বাঙ্গালীত্ব মানে পৌত্তলিকতা তথা কুসংস্কারপূর্ণ পুজা অর্চনা।
365899
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারন এখন ক্ষমতা মুর্তিপূজারির হাতে!
381017
৩০ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩২
চেয়ারম্যানের বউ লিখেছেন : ধীক্কার জানাই! ধীক!! ধীক!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File