পচাঁ বাবা
লিখেছেন লিখেছেন মেরাজ ০৬ এপ্রিল, ২০১৫, ১০:৩১:০৭ রাত
পৃথিবীর সকল বাবা কোন না কোন সময় সন্তানের কাছে পচাঁ থাকে। এক সময় সেই বাবারা ভালো হয়ে যান। যখন ভালো হয়ে যান তখন বাবাকে সেই কথা জানাতে পারে না কোন সন্তানই…
সময় এই কথাটি বলার সময় দেয় না
অপরিনত বয়সে কপট অভিমানে "বাবা তুমি পচাঁ" কত সহজেই বলে ফেলি কিন্তু পরিণত বয়সে গভীর ভালোবাসায় উপলব্ধির পর "বাবা তুমি ভালো " কথাটি বলতে পারি না।
সৌভাগ্যের বিষয় -- বাবাগুলোও এই কথাটি জানেন। কারণ তারাও একসময় সন্তান ছিলেন। হয়তো উনাদের ভিতরও ঐ আক্ষেপটা রয়ে গেছে - " বাবা তুমি ভালো " বলতে না পারার!!
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাজাকাল্লাহ ৷
তবে আজ আমার বাবা আমার চলার পথে উদ্দিপনা অনুপ্রেরণা।
মন্তব্য করতে লগইন করুন