- তাদেরকে মৃত বলনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৫, ০৯:৪৬:৩২ রাত
কে কাকে ঝুলিয়ে দিল
কার ইশারায়
জানিতো সবাই।
বাবুই পাখীর ঝুলছে বাসা
কার মহিমায়
জানিতো সবাই।
শাহাদাতের মিছিল দেখে
কার হাসি পায়
জানিতো সবাই।
ঈমান যাদের বক্ষে গাঁথা
মৃত্যুর দোরগোড়ায়
বিজয় দেখতে পায়।
{নিয়শ্চয়ই যারা আল্লাহ পাক এর রাস্তায় ইন্তেকাল করেছেন তাদেরকে মৃত বলনা বরং তারা জীবিত। কিন্তু তোমরা বুঝতে পারতেছ না। (সূরা বাক্বারা ১৫৪)}
সবাইকে অনুরোধ মুছে দিতে হবে এমন কমেন্ট করবেননা, মার্জিত কমেন্ট করবেন, গালিগালাজ নিষিদ্ধ।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হকের পথে দলে দলে সবাই সামিল হবে ।
সকল বাধা পেরিয়ে সত্যের পতাকা
বাংলার মাঠিতে উড়বে।
আব্দুল কাদের মোল্লা আর কামারুজ্জামানের মত এমন গৌরবের মৃত্যু কি আমি পাব? না, আমার পুন্য বেশী নাই যে আল্লাহ আমকে এমন গৌরব দান করেবন।
মিথ্যার কাছে মাথা নত না করুক প্রয়োজনে শহাদাত বরণ করলে করুণ ৷
দেখালেই হবে না।
মন্তব্য করতে লগইন করুন