Day Dreaming Day Dreaming প্রতিচ্ছবি Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ এপ্রিল, ২০১৫, ১১:১৩:৫২ রাত



বিরাজিত চরম অস্থিরতায় ক্রমেই আতঙ্কিত হয়ে উঠছে মোনেম। তার অন্তরাত্মা বারবার কেঁপে কেঁপে উঠছে প্রতিপক্ষের তাড়নায়। বাবার মৃত্যুর পর মা আর ছোট বোন সাবিহার ভবিষ্যৎকে ঘিরে রচিত হয়েছিল মোনেমের স্বপ্ন। কিন্তু অকস্মাৎ একদিন মাতালদের একটি দল স্কুল থেকে আসার পথে ক্লাস ফাইভের ছাত্রী তার আদরের বোনকে উঠিয়ে নিয়ে যায়। প্রায় এক মাস হয়ে যাচ্ছে যার হদীস আজও মেলেনি।

বিচারের দাবীতে স্থানীয় মাতব্বরের স্মরণাপন্ন হলে তাকেও যত্রতত্র গুম করার হুমকি দেয়া হচ্ছে। তার বাড়ীটি এখন আতংকিত মৃত্যুপুরী। দুঃখিনী মায়ের দিকে তাকাতেই মোনেমের ভিতর আঁতকে উঠে, কষ্টের পাথর আরও ভারী হয়ে অনুভূত হয় তার হৃদয়ে। মেয়ের শোকে অনাহারী ও নিদ্রাহীন রুগ্ন মায়ের মুখে হাসি ফোটানো, বোনকে খুঁজে বের করা, নিজের জীবনের নিরাপত্তা, অসহায় মানুষদের শান্তি নিশ্চিত করাসহ জীবন সংসারের নানা দুর্বোধ্য জটিল অংকের হিসাব মোনেমের মস্তিস্ককে যেন ক্রমেই অকেজো করে দিচ্ছে।

অথচ মোনেম ও তার ছোট বোনকে শিক্ষার ক্ষেত্রে তার বাবা মা ছোটবেলা থেকেই নিরন্তর সাধনা ও অব্যাহত প্রয়াসের মাধ্যমে ধর্মীয় বোধ ও বিশ্বাসের শিক্ষাকে গুরুত্বের সাথে অগ্রাধিকার দিয়েছে। সর্বাবস্থায় তারা সত্যকে আঁকড়ে ধরে থেকেছে। ন্যায় ও সত্য পথের অভিযাত্রা থেকে কখনও কেউ তাদেরকে এক চুলও আপোষ করাতে পারেনি ।

কিন্তু দ্রুত পরিবর্তনশীল এই গ্রামের প্রতিচ্ছবি এখন যেন বড়ই অচেনা। শুধু মোনেমের একার ঘরে এই হতাশার চিত্র নয়। পুরো গ্রামে ধর্মীয় জ্ঞানের অভাব ও অনুশীলনে বিলুপ্তির পথে মুসলমানদের আদর্শিক বোধের দুর্গতি, নিরীহ উম্মাহর নজিরবিহীন ক্ষয়ক্ষতির কারণে শান্তিপ্রিয় মানুষের জীবনকে যে বিপর্যস্ত ও বিপদগ্রস্ত করে তুলেছে তা ভেবে ভেবে অস্থির হয়ে উঠে মোনেম। যা মোনেমের বিবেককে প্রবলভাবে ঝাঁকুনি দেয়, হৃদয়ে জাগায় বিপ্লবী চেতনা।

প্রকাশ্য দিবালোকে ক্ষমতা এবং পেশীর বলে মাদক সেবন, ধর্ষণ, গুম, ভূমি দখল, কথায় কথায় দোকান পাট জ্বালিয়ে দেয়া এবং লুণ্ঠন চলছে নির্বিচারে। মিথ্যাচার, শঠতা ও নির্মমতা গ্রাস করছে মানুষের স্বাভাবিক জীবন। কেড়ে নিচ্ছে মানুষের নির্মল শান্তি সুখ। ভোগ সর্বস্ব মানুষের দাপটে সমস্যা ও জটিলতার অগ্নি দহনে পুড়ছে নিরীহ মানুষ কিন্ত দায়িত্ববান ক্ষমতাবানরা নিরুত্তর, নির্বিকার!

এমনকি ধর্মীয় বিশ্বাসের ছদ্মাবরণে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষমতাধর অমুসলিমদের দাসত্ব করার অনিবার্য চিত্র অঙ্কিত হচ্ছে ধুঁকে ধুঁকে অসাড় হওয়া মানবসভ্যতার মর্মমূলে। বুদ্ধির নামে অবিবেচক গোষ্ঠী ভয়ঙ্কর ব্যক্তি বাণিজ্যে লিপ্ত হয়ে মানুষের আত্মা, বোধ, বিশ্বাস, নীতি নৈতিকতাকে বিষময় করে তুলছে। সব হারিয়ে অনেকেই আজ নিঃস্ব বোবাদের ভূমিকায়। যার কোন ক্ষতিপূরণ নেই, হয়না।

এর প্রসারতা ও গভীরতা এতটাই ব্যাপক যে শোষিত গোষ্ঠী ক্ষীণ কণ্ঠে তাদের ব্যথা উচ্চারণের ক্ষমতাটুকু পর্যন্ত রাখে না। সেটাও সুকৌশলে লুণ্ঠিত করা হয়েছে অনেক আগেই। এই মহা প্রলয় থেকে বের হওয়ার কোন পথ খোলা নেই মোনেমের সামনে। এ যেন অনিবার্য নিয়তি। অন্যায় শক্তির আগ্রাসনের দাপটে পর্যুদস্ত গোষ্ঠী মুমূর্ষ অবস্থায় চূড়ান্ত পরিণতির জন্য ধাবিত হচ্ছে উপান্তর না দেখে।

ধর্মপ্রাণ মানুষদের আল্লাহ্‌মুখিতার বিস্ময়কর আকর্ষণ এবং আখেরাতের সুখ শান্তিময় অনন্ত সফলতার চাবিকাঠিই একমাত্র সান্ত্বনা ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভাবে মোনেম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই সাদা পোশাকধারী কয়েকজন লোক মোনেমকে তুলে নিয়ে গাড়ীতে উঠায়। ধর্মানুরাগী মায়ের বিলাপে আশেপাশের লোকজন ছুটে আসে কিন্তু ততক্ষণে অবলম্বনের শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে দিয়ে সবকিছুই দৃষ্টির অচিন্তনীয় সীমানায়......।



বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313327
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:১৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালামনি। আসছি....
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৬
254322
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। আসুন প্লিজ...
313329
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : গভীর কথা।
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৪২
254324
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাই। আপনার মহা মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার দুটি শব্দ এতো ভারী যার মর্মোদ্ধার করাটা সত্যিই সুকঠিন।

বিশ্বময় বিরাজিত প্রতিচ্ছবির এযেন জীবন্ত রুপায়ন।
বোনের জন্য দোয়ার অনুরোধ রইলো।
313331
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩১
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা দুনিয়াতে তার প্রিয় বান্দাদেরকে বেশী বেশী পরিক্ষা করেন। দুঃখ দূর্দশা যেন তাদের লেগেই থাকে। অথচ অবিশ্বাসীরা দাপুটে ও অহংকারে দুনিয়াতে বিচরণ করে, আর মুমিনদের দেখে তাচ্ছিল্ল করে। ইন শা আল্লাহ দুনিয়ার জিবন থেকে আখিরাত মুমিনদের জন্য কতই না উত্তর। অতএব এসব দুশ্চিন্তা ও বিপদ মুমিনের জিবনে লেগেই থাকবে এটাই স্বাভাবিক। সুন্দর কলামটির জন্য খালাম্মুনিকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান।
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৬
254326
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। তমাসাচ্ছন্ন পরিবেশে মুমিনের এই শান্তনা খুঁজে পাওয়া ছাড়া আর কী বা করার আছে!!


উৎসাহদান ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
313340
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!!
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা দুনিয়াতে তার প্রিয় বান্দাদেরকে বেশী বেশী পরিক্ষা করেন। দুঃখ দূর্দশা যেন তাদের লেগেই থাকে। অথচ অবিশ্বাসীরা দাপুটে ও অহংকারে দুনিয়াতে বিচরণ করে, আর মুমিনদের দেখে তাচ্ছিল্ল করে। ইন শা আল্লাহ দুনিয়ার জিবন থেকে আখিরাত মুমিনদের জন্য কতই না উত্তর। অতএব এসব দুশ্চিন্তা ও বিপদ মুমিনের জিবনে লেগেই থাকবে এটাই স্বাভাবিক। সুন্দর কলামটির জন্য আপুনিকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান! সহমত
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:০৪
254330
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার মহা মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর। মন্তব্যটি আসলে আংকেলের আমার লিখা নয় আপুনি।

বোনের জন্য দোয়ার অনুরোধ রইলো।
Good Luck Good Luck Good Luck
313342
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কলমে অনেক শক্তি।শত শত মজলুম মোনেম রয়েছে এরকম হায়েনার শিকার। সকল মোনেমের জন্য একমাত্র আল্লাহ সহায়ক। অনেক ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:১১
254331
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শাহীন ভাইয়া। অনেক সুন্দর ও সত্য কথা বলেছেন ভাইয়া।

এটাই আমাদের জীবনের প্রতিদিনের বাস্তব প্রতিচ্ছবি। আপনার স্বতঃস্ফূর্ত মহা মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও গুরুত্বপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

বোনের জন্য দোয়ার অনুরোধ রইলো।
313389
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:২২
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

দেশের বাস্তব চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপু । অনেক ধন্যবাদ আপু ।
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৬
254438
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট বোন। তোমার মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
313401
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৭:০৯
কাহাফ লিখেছেন :
বাংলাদেশের প্রতিটি জনপদের নির্মম নিষ্ঠুর বাস্তবতা দরদময় হাতে উপস্হাপিত হয়েছে! সাথে সাথে এ থেকে চির মুক্তির কল্যাণকর পথও বাতলে দিলেন সুন্দর ভাবে-
"ধর্মপ্রাণ মানুষদের আল্লাহ্‌মুখিতার বিস্ময়কর আকর্ষণ এবং আখেরাতের সুখ শান্তিময় অনন্ত সফলতার চাবিকাঠিই একমাত্র সান্ত্বনা ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন!"
জাযাকিল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপু্জ্বী!!
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
254439
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনার অতুলনীয় বিজ্ঞতায় ভরা শিক্ষণীয় কথাগুলো ভীষণ ভালো লাগলো।

সর্বোপরি আপনার মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমার ছোট ভাইয়ের সময়গুলো এখন ভালো যাচ্ছে তো? প্রাণভরা দোয়া রইলো আপনার জন্য।
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০১
254561
কাহাফ লিখেছেন :
ওয়ালাইমুনুস সালাম ওয়ারাহমাতুল্লাহ.....
শ্রদ্ধেয় ভাই-বোনদের দোয়া আল্লাহ কবুল করেন,কখনো তাৎক্ষনিক বা কিছু দেরীতে!
চেষ্টা করছি সবর করার!
আল্লাহ ভরসা!!
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৬
255037
সন্ধাতারা লিখেছেন : ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে এবং দয়াময় আপনাকে উত্তম জাযা দিবেন ছোট ভাই। দোয়া রইলো আপনার জন্য।
313419
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪০
আবু তাহের মিয়াজী লিখেছেন : অসাধারন কথামালা শেয়ার করার জন্য মুবারক বাদ।
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২
254440
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
313438
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবুও আশায় বুক বাঁধে মোমেনের মা, হয়তো একদিন মোমেন আসবে, আসবে তার আদরের টুকরা নাড়ি ছেড়া ধন মেয়েটিও।

যার কেউ নেই, তার জন্য স্বয়ং আল্লাহ্‌ রাব্বুল আলামিন আছেন, সারা পৃথিবীর মানুষ নাইবা থাকল, তিনিই যদি থাকেন পাশে তবে আর কি লাগে!

পাঠকের আশংকা, মোমেনের মায়ের এখন কি হবে? অকূল পাথারে পড়বে নিশ্চয়! হা পড়বে, সে অকূল পাথারকেও বাসযোগ্য করার জন্য, স্বাভাবিক জীবন যাত্রার চাইতে বেশি সুখ স্বাচ্ছন্দ দানে দয়ার সাগর আল্লাহতো রয়েছেন !

আমার বোনটি, এতো হৃদয়গ্রাহী করে কেমনে লিখে!!!! এক কথায় লা জবাব!

দেরি করার জন্য স-------রি------না, বলব না সরি! কারণেইত দেরি করেছি তাইনে! কি ঠিক বলিনি!
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩২
254441
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় গাজী ভাইয়া। আপনার বিনয়পূর্ণ অসাধারণ কথাগুলো ভীষণভাবে আন্দোলিত করলো! মেধাবী পাঠকদের মূল্যায়ন, বিশ্লেষণ এবং আগামীর শঙ্কিত ভাবনাময় চিত্র পটের শাণিত কল্পনাময় দৃশ্য এবং তার সমাধান বা সান্ত্বনা অতি সুন্দরভাবে আপনার প্রতিটি শব্দমালায় চিত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ্‌!

আপনার মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও ভালোলাগা অনুভূতি সবসময় আমার বিশেষ প্রাপ্তি। আজকেরটিও তার ব্যতিক্রম নয়। ঠিকই বলেছেন ভাইয়া। সবকিছুর জন্য জাজাকাল্লাহু খাইর।


পরীক্ষা কেমন চলছে? ভালো আছেন তো?
অকৃত্রিম শুভেচ্ছা ও দোয়া রইলো আপনার জন্য।
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৩
254445
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার মতই চলছে! বুঝলেন না? মানে হল আমি সবসময় যেমন দিয়ে আসি, ঠিক তেমনই! আমার পরীক্ষা অন্যদের মত হয় না, কেন জানি আমার মতই হয়য়!

আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি, কিন্তু ঘাড় আমার সোজা হয় না! রাতে ঘুমের ঘোরে কে এসে ঘাড় মটকে দিয়ে গেলো, বুঝে উঠতে পারছি না! ছোট বেলায় ঘুমে সাপ বিচ্ছু দৌঁড়াতো, এখন অন্য কিছু এসে ঘাড় মটকে দিয়ে যায়!
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৭
254456
সন্ধাতারা লিখেছেন : যাক শুনে ভীষণ ভালো লাগলো যে আমার ছোট ভাই ব্যতিক্রমী একজন। দোয়া করি তাই যেন হয় সবসময়।
আর হ্যাঁ কে ঘাড় মটকে দিলো? এর পরও কথা বলছেন কীভাবে??!!
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
254464
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঘাড় মটকাইছে কিন্তু ভাগ্যিস কণ্ঠনালী বেঁচে গেছে!!!!! তাছাড়া আমিতো মুখের ভাষাকে লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করছি, তাই......
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
254467
সন্ধাতারা লিখেছেন : এই না হলে ধীমান ভাইয়া! কথায় হারানো দায়!!
আর হ্যাঁ ছোট ভাই আমি জানি আপনি খুবিই ব্যস্ত তারপরও একটু ছোট্ট অনুরোধ সম্ভব হলে যাইতুন – এর জন্য লিখুন প্লিজ!
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
254479
গাজী সালাউদ্দিন লিখেছেন : যাইতুন???? বুঝতে পারি নি! আপনার অনুরোধ উপেক্ষা করা কঠিন, কিন্তু আমি যে অনুরোধটাই বুঝি নি!
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:০২
254511
সন্ধাতারা লিখেছেন : আসলেই জানেন না বিশ্বাস হচ্ছে না যদিও! যাইতূন একটি পত্রিকা যেটার দায়িত্বে রয়েছেন ডঃ আবুল কালাম আজাদ বড় ভাই। সেখানে লিখা দেয়ার জন্য আপনাকে অনুরোধ করেছি।
এখন কি বিষয়টি পরিষ্কার?
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:২৪
254517
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি একটা আস্ত হাদারাম!!!!!! এই কারণে কত্তো বকা খেয়েছি বড় ভাইদের কাছ থেকে! সবসময় নিজেকে আড়াল করে রাখতে পারলেই যেনো ভালো লাগে, উদাসীনতা আছেই!

একদিন এক বড় অনেক বকা বকি করে বললে আমার লিখা পত্রিকায় দিতে, দিলাম, প্রথম লিখাই পাবলিশ হয়েছে। পরে আর কখনো দেয়া হয়য় নি, অনেকে বলেছে দেয়ার জন্য, কিন্তু ঐ যে বলে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই, আমার হয়েছে তাই!!!!! মানুষ কি আমাকে বলে বলে সব করাবে???? আমার কি নিজ উদ্যোগে কিছু করা যায় না? কেন এমন হয়????

আমি আসলেই জানি না, এমন একটা পত্রিকা আছে! খুব খুব খুব লজ্জিত!
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
254533
সন্ধাতারা লিখেছেন : মাশাআল্লাহ্‌ খুব ভালো লাগলো জেনে আপনার লিখার অভিজ্ঞতাময় সুন্দর কাহিনী। তাহলে ভালো কর্মে আর দেরী নয়, লিখতে শুরু করুণ ছোট ভাই আজ থেকেই। জাজাকাল্লাহু খাইর।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫৩
254560
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, এই যে মাসিক যাইতূন আপনার কাছেই। নিয়মিত লিখবেন, গাজী ভাই। e lekha diben, please.
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২২
254568
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকে মেইল করেছি, চেক করে নেবেন প্লিজ! @ ডঃ আবুল কালাম আজাদ
১০
313471
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! কঠিন এক বাস্তবতা তুলে ধরেছেন আপু! এমনিতেই দেশের পরিস্থিতির কারনে মনোকস্টে আছি , আপনার লিখটা পড়েও দীর্ঘশ্বাষ আসেছে!

জাযাকিল্লাহু খাইর! Good Luck

০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
254468
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট আপি। ঠিক বলেছো আপুম্নি। এই দীর্ঘশ্বাস থেকেই এই লিখার জন্ম!

যাক দারুণ এক অনুভূতি এবং ভাললাগা নিয়ে কী বোর্ডে হাত চালাচ্ছি......।
Good Luck Love Struck Good Luck
১১
313575
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমাজ নির্মানে সামষ্টিক ব্যার্থতার দায় সবার উপরই আসে!
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৪
254534
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। যথার্থই বলেছেন। আপনার সাথে সহমত ভাইয়া।

জাজাকাল্লাহু খাইর।
১২
313638
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩০
আহমেদ ফিরোজ লিখেছেন : আস্সালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান চিত্রই ফুটে উঠেছে। জালিম যতদিন ক্ষমতায় থাকবে মোনেমের পরিবারের মত পরিবারগুলোর লাইনও তত দীর্ঘ হবে...। আল্লাহ আমাদের রহম করুন।
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৩
255036
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। খুব সুন্দর এবং সঠিক কথা বলেছেন। জাজাকাল্লাহু খাইর।
১৩
314138
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৪
দ্য স্লেভ লিখেছেন : দেরীতে মন্তব্য করায় দু:খিত। আপনি সমাজের বাস্তব চিত্র যে চমৎকার শব্দশয়নে তুলে ধরেছেন সেটা অসম্ভব সুন্দর। আপনার শব্দের গাথুনী পরিপক্ক। ভাষাজ্ঞান প্রশংসনীয়। জাজাকাল্লাহ খায়রান...অনেক ভাল লাগল।


আর আমি ভাল আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ? অরিজিন্যাল লাল মরিচ দিয়ে আলুভর্তা করেছেন ?
১২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৬
255445
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার প্রশংসায় আসলেই লজ্জা বোধ হচ্ছে আমার। কেননা এতো বিশেষণের সমাহার আসলেই বোনটির মধ্যে আছে কি??!!
আমার ভাইটি ভালো জেনে আমারও খুব ভালো লাগলো। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। অরিজিন্যাল লাল মরিচ দিয়ে আলুভর্তা??!!
এটা আবার সেই নাকি...... ছোট ভাই ?
১৩ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৩
255493
দ্য স্লেভ লিখেছেন : আরে নাহ,,, খালি তেলাপোকার কথা কন কেন ? এইটা আপনার পছন্দ নাকি ???Smug Smug মানে বলছিলাম যে, রিয়েল লাল মরিচ...বাংলা লাল মরিচ..তেলাপোকা না। সুপার করে সরিষার তেল দিয়ে মাখাবেন। আর টক ডাল হলে ভাল। আহ ...আর বলতে পারছি না....মনে হচ্ছে খেয়ে সাফা করে ফেলি...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File