# ছুটির দিনে পরীর দেশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ মার্চ, ২০১৫, ১০:৫৫:২৫ সকাল
![]()
আজকে আমার ছুটি, খেলামনা তাই রুটি
পরোটা খেয়েছি ভাই
ছিলামনা ফেইসবুকে, ব্লগ দিয়েছি চুকে
ভাবলাম ঘুমেই কাটাই।
![]()
ঘুমে হরেক কান্ড, আসল এক প্রকান্ড
ডানা কাটা পরী
আদর করে ডেকে, বলল ঘুমটা রেখে
চলো আজকে ঘুরি।
![]()
পাখার উপর ভেসে, গেলাম পরীর দেশে
অনেক কিছু দেখা
খেলাম হরেক খাবার, বলল এসো আবার
চমক আছে রাখা।
![]()
আম্মু যখন রেগে, আসল প্রবল বেগে
ঢেলে দিল পানি
চমক গেল উবে, গেলাম দু'জন ডুবে
পরী এবং আমি।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ২২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এই কমেন্ট এর জন্য
মজার কবিতা লিখেছেন! ভাবীকে একটু পড়তে দিতে ইচ্ছা করছে!
পানি মুছতে নেইকো মানা,
ড্রেস বদলে ফ্রেস হন,
আবার পরী আসবেক্ষন৷
পরীর সাথে গল্পে বসুন
মন্তব্য করতে লগইন করুন