# ছুটির দিনে পরীর দেশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ মার্চ, ২০১৫, ১০:৫৫:২৫ সকাল
আজকে আমার ছুটি, খেলামনা তাই রুটি
পরোটা খেয়েছি ভাই
ছিলামনা ফেইসবুকে, ব্লগ দিয়েছি চুকে
ভাবলাম ঘুমেই কাটাই।
ঘুমে হরেক কান্ড, আসল এক প্রকান্ড
ডানা কাটা পরী
আদর করে ডেকে, বলল ঘুমটা রেখে
চলো আজকে ঘুরি।
পাখার উপর ভেসে, গেলাম পরীর দেশে
অনেক কিছু দেখা
খেলাম হরেক খাবার, বলল এসো আবার
চমক আছে রাখা।
আম্মু যখন রেগে, আসল প্রবল বেগে
ঢেলে দিল পানি
চমক গেল উবে, গেলাম দু'জন ডুবে
পরী এবং আমি।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কমেন্ট এর জন্য
মজার কবিতা লিখেছেন! ভাবীকে একটু পড়তে দিতে ইচ্ছা করছে!
পানি মুছতে নেইকো মানা,
ড্রেস বদলে ফ্রেস হন,
আবার পরী আসবেক্ষন৷
পরীর সাথে গল্পে বসুন
মন্তব্য করতে লগইন করুন