সুশীল সমাজ

লিখেছেন লিখেছেন মিসাইলম্যান ২৮ মার্চ, ২০১৫, ১২:১৯:২৪ দুপুর

সবজান্তা শমসের!

জানেনা-বুঝেনা ,

এমন প্রেসক্রিপশন হয়ত তাদের হাতে নাই।

সরকারি-বেসরকারি,পক্ষ-বিরোধীদের

কথার লেজে তাদের হাত।

কারণ তারা সহজেই,

লোকদের লিপ রিডিং বুঝতে পারে।

অবস্থা এমন হয় যে,

তাদের শ্রী বুলি

মাঝে মাঝে জনতার

মাইগ্রেনের ব্যাথার কারণ হয় ।

আচ্ছা থট রিডিং হলো,

যে গণমাধ্যম তাদের কে আকাশে তুলে,

তারাই আবার বলে জ্ঞানপাপী।

স্রোত যখন অনুকুলে যায়

তারা্ও ভাসমান পাতা হয়ে যায়,

হয়ে যায় জড়বস্তু।

তখন সত্য, হাজার মিথ্যায় রূপ নেয়,

মিথ্যা, হাজার সত্যে পরিণত হয়

কট্টরতা জেগে উঠে, উদারতা লোপ পায়।

ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং,

তাই না?

যদি তাই হয়,

মানবতা হবে বিনষ্ট

সভ্যতা হবে কলঙ্কিত

আর, সুশীলরা হবে

অপমানিত

লাঞ্চিত

বঞ্চিত

অভিশপ্ত।

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File