ছাত্রলীগের কাছে জানতে চেয়েছিলাম দেশপ্রেম মানে কি? ##ওবায়দুল্লাহ সোহেল## =====================
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৮ মার্চ, ২০১৫, ১০:২৭:৫৬ সকাল
ছাত্রলীগের কাছে জানতে
চেয়েছিলাম দেশপ্রেম মানে কি?
.
তারা বললঃ দেশপ্রেম হল অন্ধভাবে
পাকিস্থানের বিরোধীতা করা।
আর ইন্ডিয়া পাছায় বাঁশ ঢুকালেও
হাসি মুখে দাদাদের প্রশংসা
করে যাওয়া।
.
বামপন্থীদের কাছে গেলাম
দেশপ্রেমের সংঙ্গা জানতে।
.
তারা বললঃ দেশপ্রেম হল ইসলাম
ধর্মের বিরোধীতা করা। আর
ভ্যালেন্টাইন ডে, 31 নাইট, পহেলা
বৈশাখ ঘটা করে পালন করা।
.
সাংবাদিকদের জিজ্ঞাসা
করেছিলাম দেশপ্রেম কি?
.
তারা জানালঃ দেশে কোন অঘটন ঘটলেই
সরাসরি জামায়াত শিবিরকে
দায়ি করা এবং জামায়াত
শিবিরের বিরোধিতাই একমাত্র
উপজীবিকা হিসাবে গ্রহন করা।
.
প্রকৃতপক্ষে দেশপ্রেম হলঃ দেশের
মানুষের কল্যান ও মঙ্গলের জন্য কাজ
করা।
ধিক্কার জানাই তাদের তথাকথিত
দেশপ্রেমকে।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের কাছে উত্তর পেলাম যাহা খালেদা , যাহা তারেক তাহাই তাহাদের কাছে দেশ ।
শিবিরের পোলাপাইনের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন দেশ ভাল লাগে ?
তাহাদের এক কথা দেশ হো তো পাকিস্তান , লড়কে লেঙ্গে পাকিস্তান।
মন্তব্য করতে লগইন করুন