কোর'আনের জন্য আরবী ভাষা শেখার গুরুত্ব ও কিছু পথ

লিখেছেন লিখেছেন নুমান আলী খান কালেকশন বাংলা ২৮ মার্চ, ২০১৫, ০৯:৪৫:২১ সকাল

বিসমিল্লাহির রাহমানীর রাহীম

আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বুঝে গেছি আরবী ভাষা শেখার গুরুত্ব। কুর’আন পড়ে না বুঝলে জীবনের একটা বড় অংশ অপূর্ণই থেকে যাবে। এখন সরাসরি চলে যাই অনলাইনে যত রিসোর্স আছে আরবী ভাষা নিয়ে সেগুলোতে।



১। উস্তাদ নুমান আলী খান তার বড় মেয়ে হুসনা কে আরবী শিখাচ্ছেন আর এর সাথে সাথে এর ভিডিও তৈরি করা হচ্ছে। ২০টি ইউনিট করা হবে। এখন ৮ নং ইউনিট চলছে। তার কোর্সটি পাবেন http://www.bayyinah.tv তে। সাইটটি সাবস্ক্রিপসন করে প্রবেশ করতে হয়। তবে আপনি ফ্রীতে পাবেন এখানে অ্যাপ্লাই করেঃ gift.bayyinah.com

২। মাদীনা আরাবীক ১-২-৩ টি বই এর উপর খুবই বিস্তারিত আর সম্পূর্ণ ক্লাসটি এই সাইটে পাবেন http://www.lqtoronto.com/ তে। কোর্সটির মাধ্যমও ইংরেজী ভাষাতেই করা। এই সাইটের উপর ভিত্তি করে অনেক সাইট তৈরী হয়েছে। সেই হিসেবে এই সাইটটি ভাল লেগেছে আমাদের http://www.learnarabic.info/ । এখানে এই কোর্সের জন্য যাবতীয় সব বই, ইউটিউব লিংক ইত্যাদি পাবেন ডাউনলোডের জন্য।

৩। মুহাম্মদ হাসান নামে এক ভাই ইউটিউব টিউটোরিইয়াল শুরু করেছেন বাংলা ভাষাতেই। এই সিরিজ এখনও চলছে। লিংকঃ https://www.youtube.com/playlist?list=PL_WahDuxyb84SGCmVxTDXXWbp4yBLOXDf

৪। দেশে Ibana নামে একটি প্রতিষ্ঠান থেকে Sibaway Arabic নামে আরবী কোর্স করাচ্ছেন উস্তাদ আসিফ সিবগাত ভূঞা। কোর্সটি বাংলাতেই অফলাইন ও অনলাইনেও পরিবেশন করা হচ্ছে। বিস্তারিত জানতে পারবেন http://ibanaway.com/learn-arabic/ সাইটটিতে।

৫। অনলাইনে http://understandquran.com/ এর কোর্সটিও খুব চমৎকার, মাশাআল্লাহ। সাবসক্রিপসন বেইসড।

৬। IOU তথা Islamic Online University এর ফ্রী আরাবীক কোর্সটিও খুব গুছানো।

এর বাইরে আপনাদের আরও সোর্স থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সকলকেই আরবী ভাষা শেখার তাওফিক দিন। আমিন।

এখানে কমেন্টে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন

https://www.facebook.com/NAKBangla/posts/1559325040988783

প্রয়োজনীয় লিংকসমূহ

----------------------------

ফেইসবুক - https://www.facebook.com/NAKBangla

ইউটিউবঃ YouTube.com/NAKBangla

আর্টিকেলঃ FB.com/NAKBangla/notes

অডিওঃ soundcloud.com/NAKBangla

ভিমিওঃ vimeo.com/NAKBangla

অন্যান্যঃ

উস্তাদ নুমান আলী খানের ইংরেজী লেকচারসমূহঃYouTube.com/NAKcollection

উস্তাদ নুমান আলী খানের তাফসীরের অনুপ্রেরণায় বাংলায় সাইটঃ quranerkotha.com

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311477
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ! লিংকগুলো শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইর! অনেক মেহনত করছেন আপনি শুকরিয়া! Good Luck
২৮ মার্চ ২০১৫ রাত ০৯:৪৪
252584
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আপনাকেও জাযাকাল্লাহ খাইর। আমাদের সাধ্যমত শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনারাও চালাবেন। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File