!!!!!!!!!!!! ইক্বামতে দ্বীন!!!!!!!!!

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৩৩:২৭ রাত

পৃথিবীর হাজারো কাজের ভিড়ে , ইক্বামতে দ্বীনের একাজ জেন আমার কাছে সব চেয়ে প্রিয় হয়। . আর কোন বাসনা নেইতো আমার ,কবুল করো তুমি হে দয়াময় ,,,,,, . ওরা আমায় বুঝলোনা মা ,জীবনের দামদিতে জানলনা মা। তুমি না বলেছিলে মা কোরানের পথ ছেড়ে যাসনে খোকা ।। . শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে রক্ত ঝাড়ালো মা,ওরা , ওরা , . ওরা আমায় বুঝলোনা মা ,,,,,ওরা আসছে। . পৃথিবীর যেখানেই ওরা যায় পরিবর্তন সেখানে অনিবার্য হয়ে উঠে। পৃথিবীর কোনভৌগোলিক সীমারেখা ওদের কোনদিনবেঁধে রাখতে পারেনি। পৃথিবীর যেখানেই সত্য ওদ্বীন আক্রান্ত হয় সেখানেই সময়ের স্রোতওদের তরীকে বয়ে নিয়ে যায়। ওরা আসে সত্যের দুর্দিনে আলোর পথচেয়ে চেয়ে।ওদের ভয় শয়তানকে ছায়ার মত অনুসরন করে। . বাতিল শক্তির মারনাস্ত্রগুলো ওদের ঈমানী শক্তির কাছে অসহায়। . অশুভ শক্তির অনুসারীদের কাছে ওরা ওদের যমদুত আর সভ্য সমাজের মায়াবী স্পন্দন গুলোর কাছে ওরা এক অজানা, অউন্মোচিত ধাঁধা কারন অন্ধকারের পাপাচারী আত্নাগুলোকে ঘায়েলকরতে অন্ধকারের মায়াবী জগতেই ওদের নীরবপদচারনা । . দুনিয়াবী চাওয়া ওদের অগ্রযাত্রাকে আটকাতে পারেনা। . সত্যকে বাঁচাতে আল্লাহপ্রেমে মহীয়ান এসব সৈনিকেরা হাঁসতে হাঁসতে মৃত্যুকে আলিঙ্গনকরে। . মৃত্যু আর মৃত্যুভয় দুটোইওদের কাছে বড্ডঅসহায়। . ইনশাল্লাহ ওরা আসছে। এখন শুধুইমুক্তির প্রতীক্ষা,,,,, . আমাকে শহীদ করে সেইমিছিলে শামিল করে নিও,যেই মিছিলের নেতাআমীর হামজা খুবাইব খাববাব খোদার ছিল যারা অথি প্রিয় শামিল করে নিও। . সাইয়েদ কুতুব হাছানুল বাননা সেই মিছিলে হল গন্যবেরলভী তিতুমির মালেক হাবিব সেই মিছিলের নেতা অনন্য ! . মরণতো এক দিন আসবেই জানি মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও,শামিল করে নিও,,,,,

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381701
০৫ ফেব্রুয়ারি ২০১৭ রাত ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দ্বীনের পথের বাধা অতিক্রম ই মুমিন এর লক্ষন। ধন্যবাদ।
381703
০৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সুন্দর লিখাটির জন্য আপনাকে ধন্যবাদ। শিরোনামে দ্বীন লিখতে গিয়ে ভুলে দ্বী লিখে ফেলছেন। ঠিক করে দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File