সকল পরিত্যক্ত জনবিচ্ছিন্ন ব্যাক্তি রা যখন একই প্লাটফরমে।

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৫:০৬ রাত

"মেসি,কামাল ও পিনাকী"

নির্বাচন এলে রাজনীতিতে একশ্রেণীর অভিজাত,ঢাউস ব্যক্তিত্বধারী,

মোটাসোটা, গালফোলা পন্ডিতদের আনাগোনা বেড়ে যায় l মূলতঃ এরা বাংলাদেশে অতিথি রাজনীতিক l জনবিচ্ছিন্ন,বিতাড়িত রাজনীতিবিদ l জনতার সাথে এদের দূরতম কোনো সম্পর্ক নাই l মওসুম এলেই এরা দৃশ্যপটে হাজির হন,বিভিন্ন সংস্থার এজেন্ট হিসেবে নিজেদের উপর প্রদেয় এজেন্ডা বাস্তবায়নে l

.

এই পতিত লোকগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ-বিকর্ষণ নাই l তবে আমি বেশ বিরক্ত ওইসব সংস্থার প্রতি l আমি আশ্চর্য হই,ওই সংস্থা যারা চালায় তাদের নির্বুদ্ধিতা দেখে l

.

কৃষি নির্ভর এই দেশে চাষ হয় গরু কিংবা ট্রাক্টর দিয়ে l অথচ,এরা সেই চিরায়ত প্রথা ভেঙে কেন যে,ছাগল দিয়ে হালচাষ করার প্রজেক্ট হাতে নেয় ?

.

পিনাকী ভট্টাচার্য্যকে নিয়ে আমার কোনো আগ্রহ-অনাগ্রহ নাই l রাগও নাই l অনুরাগও নাই l তবে উনি অনলাইনে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব l তিনি ঢের মেধা খাটিয়ে,ঢের চতুরতার সাথে অনলাইনে বিএনপি-জামায়াতের সমর্থকদের চরম ভালোবাসা পেয়েছেন l একপ্রকার আদায় করেই নিয়েছেন l

.

প্রকৃত পক্ষে, তিঁনি কে ? কি তাঁর এজেন্ডা ? আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোল বা উন্মাতাল সময়কে সামনে রেখে গতকাল থেকেই তিঁনি তার প্রকৃত অবস্থান ক্লিয়ার করেছেন l

.

ধন্যবাদ পিনাকী বাবুকে l তিঁনি কোনো রাখঢাক রাখেননি l একটানে মুখোশটাকে খুলে ফেলেছেন l

বাঙালি জাতির রয়েছে সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস l এরা বীরের জাতি l একমাত্র বাঙালিরাই খুনকে নুনের চেয়ে সস্তা ভাবে l পিনাকী বাবু এই ইতিহাস জানেন না,এটা বলার মতো ঔদার্য আমার নাই l

হয়তো,সচেতনভাবেই তিঁনি এই ইতিহাস এড়িয়ে গেছেন l

.

বিএনপির দুই শীর্ষ নেতার একজন কারাগারে,অন্যজন দেশের বাইরে থাকায় পিনাকী বাবু বিএনপিকে গ্ল্যামারহীন বলে উল্লেখ করেছেন l

বাবু পিনাকী,

আপনাকে সাধারণ কিন্তু চিরঞ্জীব একটা গ্ল্যামারের কথা মনে করিয়ে দেই,'শুধু বেগম জিয়া বা তারেক জিয়াই বিএনপির গ্ল্যামার নন'l

.

বাবু,

আপনি কি কখনো নেংটি পরে ক্ষেতে কাজ করা কৃষক,ঘোমটা পরা গৃহবধূ,মোট বয়ে বেড়ানো মুটে,ব্যাগ কাঁধে ঝুলানো কলেজগামী ছাত্র দেখেছেন ?

.

হা,ওই ওরাই একেকজন ধানের শীষের গ্ল্যামার l ওরাই একেকজন নিবেদিতপ্রাণ জিয়াবাদী'l

জেনে রাখুন,জিয়ার দলের-ধানের শীষের আলাদা কোনো গ্ল্যামারের প্রয়োজন হয় না l বরঞ্চ,এই দলভুক্ত হয়েই অনেকে নিজেদের গ্ল্যামার তৈরি করে'l

.

বাবু,

আপনি বিএনপিকে ২০২৩ সালের আলটিমেটাম দিয়েছেন l

স্পষ্ট করে বলি,'বাংলাদেশের ভূখন্ড,মানচিত্র যতদিন,ততদিনই বিএনপি l

অন্যভাবেও বলা যায়,'বিএনপি যতদিন, ততদিন বাংলাদেশ'l

.

বাবু,

হয়তো সামনেই সময়,সেসময়ে জিয়াবাদীরা রাজপথ দখল করে,বিনাশী অপশাসনের বিনাশ করবে l

সেদিন আপনার মেসি 'কামাল সাহেব' নিউইয়র্কগামী বিমানের বিজনেস ক্লাসে বসে অপেক্ষায় থাকবেন,কখন বিমানের চাকা ছুঁয়ে যাবে আমেরিকার রানওয়ে l

.

পিনাকী বাবু,

'সময় বেরহম হলে,চামচিকাকেও বাদুড় ভেবে ভ্রম হয়'l

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385849
১৫ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ০৩:১২
হতভাগা লিখেছেন : সময় এখন পিনাকি বাবুদের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File