# দাও ফিরে এনালগ লও এই ডিজিটাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মার্চ, ২০১৫, ১১:৫২:০৮ সকাল



এনালগের গন্ডী ছেড়ে সরকার ডিজিটাল

তাই এখন গুম হয়ে যায় বড় বড় মাল।

ইলিয়াস আসবে ফিরে নাই যে আশা তাই

সালাহ উদ্দিন আছে হয়তো সেই আট বস্তায়।


এই আমাদের ডিজিটালের নমুনা বিশেষ

বলতে গেলে অনেক কথা হবেনাতো শেষ।

ডিজিটালের নিয়মে যেমন হয়ে গেল ভোট

কুকুর বেড়াল ঘুরে কেন্দ্রে সীল মারে ভুত।


ব্যাংক বীমা ডিজিটাল তাই সুড়ঙ্গ খুড়ে

ভল্টের টাকা যায় কোথায় চটের বস্তায় ভরে!

ডিজিটাল মন্ত্রী হলে আছে পারমিশান

বক্তৃতা মঞ্চে ঘুম আর প্রকাশ্যে ধুমপান।


কথায় কথায় হুমকি আর চলছে জেল জুলুম

থাকি ভয়ে ধরবে ঘাড়ে বলবে হালুম হুলুম।

কে জানতো একেই বলে সরকার ডিজিটাল

এনালগ ছুড় এখন পাছায় মরিচের ঝাল।


চাইনা বাপু ডিজিটাল আর এনালগ দাও ফিরে

ছেড়ে দে মা কেঁদে বাঁচি ধরিসনা আর ঘাড়ে।

ঘাড়ে আমার ভীষণ ব্যাথা নড়া চড়া নাই

মা জননী থাক ডিজিটাল এনালগই চাই।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309270
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৪
হতভাগা লিখেছেন :
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৫৪
250223
বাকপ্রবাস লিখেছেন : বুঝেনতো সামুতে একটু বুঝেশুনে দিতে হয় Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File