ছেলে বন্ধু, মেয়ে বন্ধু
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ মার্চ, ২০১৫, ১২:১৮:৩৮ দুপুর
কেসস্ট্যাডী ১.
জহীরের ক্লামমেট রুমা। ওরা ইউনিভার্সিটিতে পড়ে। ওদের সকলের সাথে সকলের সম্পর্ক দারুন। একে অপরের সাথে তুই সম্বোধনে কথা বলে। তাদের মত এখানে আরও অনেক বন্ধু আছে। ওরা মোটেও প্রেমিক প্রেমিকা নয়,বরং ভাল বন্ধু। একজন আরেকজনের কথা জানে। একে অপরের সাথে সাধারণভাবে মিশে। উভয়ের পরিবারে উভয়ের যাতায়াত আছে। উভয়ের সাথে আরও ডজন ডজন বন্ধু বান্ধবী জড়িত আছে।
জহীর একদিন রুমাকে অন্য একটি মেয়েকে দেখিয়ে বলল-ওর সাথে আমাকে একটু ফিট করে দিবি ? হঠাৎ রুমার গা জ্বলে উঠল,যদিও জানেনা সেটা কেন হল। কিন্তু বন্ধু বলেছে,কিছু তো করতেই হবে। রুমা মেয়েটার সাথে দেখা করল এবং বলল-জহার তোমাকে পছন্দ করে। মেয়েটা বলল-আমি কারো সাথে প্রেম করতে চাইনা। আর এটা করবও না। তুমি তো জানই আমি একা থাকা পছন্দ করি।
মেয়েটার এই না বোধক কথায় রুমা কেন যেন খুশী হয়ে উঠল। এবার সে জহীরের কাছে এসে বলল-দোস্ত আমি তোমার জন্যে অনেক চেষ্টা করেছি। সেই সকাল থেকে মেয়েটাকে অনেক বুঝালাম তোমার ব্যাপারে কিন্তু বিকেলে এসে জানলাম,সে ইতিমধ্যেই বিয়ের ব্যাপারে অন্যের বগলদাবায় চলে গেছে। বাপ মায়ের পছন্দে বিয়ে করছে। আরে বাবা তুই এংগেইজড তা আগে বলবি তো, আমি শুধু ব্যাটারী পোড়ালাম।
জহীর বলল-হুমম তাইলে আর কি , দেখি আরেকটা ধরা যায় কিনা।
এভাবে সময় চলে যায়। উভয়েই পড়াশুনা নিয়ে ব্যস্ত। পরিক্ষার পর রুমা জহীরকে বলে ,আচ্ছা পরশ ছেলেটা কিন্তু দারুন,কি বলিস ? জহির হেসে বলে হ্যা পরশ ভাইকে যতটা চিনি তিনি ভালই। কিরে প্রেমে পড়লি নাকি ?
আরে নাহ, উনাকে ভাল লাগে,এইটুকই।
: উনার সাথে কিন্তু আমার জানাশোনা আছে, বলব নাকি কিছু ?
: নাহ, সময় হলে আমিই বলব।
পরশ জহীরের ১ বছরের সিনিয়র কিন্তু সম্পর্ক বন্ধুত্বের। একদিন পরশের সাথে অন্তরঙ্গ মুহুর্তে জহীর রোমার কথা বলে। পরশও খানিক খুশী হয়,কারন বাংলাদেশে মেয়েরা সাধারণত ছেলেদের কাছে নিজের ভাল লাগার বিষয়টি জানায় না। কিছু দিনের মধ্যেই পরশের সাথে রোমার ভাল সম্পর্ক তৈরী হয়। রোমা এসব কথা আবার জহীরকে বলে। উভয়ে নানান রকমের পরিকল্পনা উভয়কে জানায়। চলছিল এভাবে...
একদিন পয়সা ওয়ালা এক ছেলের সাখে রুমার পরিবার তার বিয়ে ঠিক করে। রুমাও রাজি। ছেলেটা দেখতে বেশ। বিয়েতে জহীর অনেক দায়িত্ব পালন করে। জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান শেষ হল। বর রুমাকে নিয়ে চলে গেল।
কিন্তু এরপর জহীরের বুকের ভেতর কেন যেন একটা তোলপাড় শুরু হল। বিয়ের আসরে রুমাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। সে ভাবছিল, আহ এতটা দিন ওর পাশে থাকলাম,আজ আরেকজন থাকবে...
পরক্ষনেই আরেক চিন্তা আসে, নাহ একি ভাবছি...ও তো শুধুই আমার বন্ধু,আমার প্রেমিকা নয়।..তাহলে এসব চিন্তা কেন মাথায় আসছে ? না এসব ভলিতে চাই।
ভুলতে চাইলেও সারারাত জহীর ঘুমাতে পারল না। বারবার রুমাকেই মনে পড়তে থাকল। ২দিন পর সে রুমার শ্বসুর বাড়ি ফোন দিল রুমার নাম্বারে। ফোন রিসিভ করল তার স্বামী। জহীর নিজের পরিচয় দেওয়ার পর রুমার স্বামী বলল-সে তো ঘুমাচ্ছে। স্বাভাবিক কথাই হল কিন্তু জহীরের কাছে মনে হল এই ফোন করাটা ভদ্রলোক ভাল চোখে দেখেনি।
জহীর চিন্তা করল না আর ফোন দিবেনা। আর তাকে তো আর সেভাবে পাওয়া যাবে না। কিন্তু জহীরের আরেক মন তাকে আরও যোগাযোগের ইঙ্গিত দিল। জহীর নিরুপায় হয়ে যোগাযোগের চেষ্টা করল। রুমাও তার সাথে স্বাভাবিক কথা বার্তা বলল। এভাবে পূর্বের মত না হলেও জহীর রুমার সাথে যোগাযোগ ধরে রাখল। সে যখন একা থাকে,তখন তার নানান কথা মনে পড়ে। এমনও মনে হয়, এক সাথে এতদিন কাটালাম-সে সময় যদি ওকে আটকাতাম,ভালই হত। আবার চিন্তা করে, নাহ সে তো ছিল শুধু্ই বন্ধু।
এভাবে তাদের যোগাযোগ চলতে চলতেই জহীর একদিন এক মেয়েকে বিয়ে করে ফেলে। তারপর কালে ভদ্রে রুমার সাথে কথা হয়। রুমাও তার সংসার নিয়ে ব্যস্ত। একসময় তাদের যোগাযোগ প্রায় শুন্যের কোটায় চলে যায়। জহীর চিন্তা করে এক সময়ের সবথেকে বিশ্বস্ত,চমৎকার বন্ধুটি কিভাবে হারিয়ে গেল।
কেসস্ট্যাডী ২: কামালের বন্ধু আরিফ। তারাও ইউনিভার্সিটিতে পড়ে। প্রথমে ভাল সম্পর্ক ছিলনা। কিন্তু আরিফের ভাই অসুস্থ্য হলে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। নেগেটিভ রক্ত পাওয়া কষ্টকর কিন্তু কামালের রক্তের সাথে মিলে। সে দেয়। এরপর থেকে যেন তাদের বন্ধুত্ব আরও গভীর। চায়ের দোকান,রেস্টুরেন্ট,রাস্তার মোড়,নদীর ধার ,উভয়ের বাড়ি সকল স্থানেই তারা আড্ডা মারে। এমন কোনো কথা নেই যা শেয়ার করেনা।
কামালের বিয়ে। দেখে মনে হচ্ছে আরিফের বিয়ে। সবকিছু সেই ঠিকঠাক করে। পুরো অনুষ্ঠান সেই পরিচালনা করে।
বিয়ে হয়ে গেল। কামাল বৌ আনল ঘরে। আগের মত আরিফের সাথে আড্ড না হলেও কথা হয়। ইতিমধ্যে আরিফও বিয়ে করেছে,সেখানে কামালই বেশী দায়িত্ব পালন করেছে। উভয়ে উভয়ের পরিবার নিয়ে ব্যস্ত কিন্তু তারা ঠিকই সময় বের করে মাঝে মধ্যে আড্ডাবাজি করে। আবার কখনও কখনও উভয়ের স্ত্রীসহ কোথাও ঘুরতে যায়।
কামাল এবং আরিফ উভয়কে ভুলে যায়নি। সাংসারিক কাজ তাদেরকে পরষ্পরের কাছাকাছি না রাখলেও মানুষিকভাবে তারা এখনও অটুট।
================================
উপরের ঘটনাগুলো খুবই বাস্তব। আপনারা চোখ কান খোলা রেখে দেখবেন,এমনটাই বেশী ঘটে। একজন মেয়ের সাথে ছেলের বন্ধুত্বের স্থায়ীত্ব, মেয়ের সাথে মেয়ের এবং ছেলের সাথে ছেলের বন্ধুত্বের স্থাযীত্ব বেশী।
একজন মেয়ে কোনো ছেলের বন্ধু হলেও এবং স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তাদের উভয়ের শারিরীক,মানুষিক অবস্থার কারনে সে সম্পর্ক একই গতিতে চলেনা। উভয়ে উভয়ের প্রতি আকর্ষন অনুভব না করলেও সেখানে কিছু আকর্ষণ তৈরী হয় যা বিপরীত লিঙ্গগত আকর্ষন এবং যা সহজাত। মূলত তারা এ বিসয়টিকে উপেক্ষা করেই নিজেদের সম্পর্কে স্বাভাবিক হতে চেষ্টা করে।
একজন ছেলে সাধারণত সেই মেয়েটির সাথে তার এই স্বাভাবিক বন্ধুত্ব স্থাপন করতে চায়না,যার রূপ,গুন তার কাছে ভাল লাগেনা। অথবা তার চোখে সুন্দর ও অসুন্দর এমন সব মেয়েরাই যদি তার বন্ধু হয়,তবু সে বন্ধুত্বের ক্ষেত্রে বা যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে সুন্দরীদের প্রাধান্য দেয়। অথচ ছেলেটি অন্য ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টি আমলে আনেনা। সেখানে তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধুটি সবথেকে কুৎসিত হতে পারে। বিষয়টি মেয়েদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।
আমরা যদি আজকের প্রগতিশীলদের দিকে তাকাই, সহজে দেখতে পাব তারা ছেলে মেয়ের সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখতে বলছে। একটা ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর মধ্যে পার্থক্য নেই,সেটাই তারা বলছে। এবং এভাবেই আচরন করতে বলছে। অথচ তারা যে প্রকৃতিকে বিশ্বাস করে, সেই প্রকৃতি অনুযায়ীই তাদের চিন্তা ভুল। এখানে বাস্তবে আমরা নারী,পুরুষের আচরনে অবশ্যই ভিন্নতা দেখী। এবং বাস্তবতা বলে নারীর সাথে পুরুষের বন্ধুত্বের চাইতে, পুরুষের সাথে পুরুষের, নারীর সাথে নারীর বন্ধুত্বের স্থয়িত্ব বেশী।
আমি এখানে স্বামী-স্ত্রীর বিষয়টি আলোচনায় আনিনি। শুধু নারী পুরুষের অবাধ বন্ধুত্বের বিষয়টি উল্লেখ করেছি।
বি:দ্র: আল্লাহ ভাল মন্দ দুটোই সুষ্টি করেছেন মানুষকে পরিক্ষা করার জন্যে। আল্লাহ যেটাকে তার রসূলের(সাঃ)মাধ্যমে ভাল বলেছেন,সেটাই ভাল এবং অতি উত্তম,শ্রেষ্ট এবং স্বাভাবিক। রসূল(সাঃ)বলেন-"যদি কোনো স্থানে নারী এবং পুরুষ একত্রে থাকে ,তাহলে সেখানে তৃতীয় জন হিসেবে উপস্থিত থাকে শয়তান।"
সুতরাং যারা শয়তানের কোলে বসে আইসক্রীম খায়,তাদেরকে পরিত্যাগ করুন। পুরোপুরি আল্লাহর দিকে ফিরে আসুন।
বিষয়: বিবিধ
১৮৪১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কখাটির জন্যই যেন পুরা লিখাটি পড়লাম। জাযাকাল্লাহ খাইর।
আল্লাহ যন্ত্রটি সৃষ্টি করেছেন, গুনাগুন, কার্যক্ষমতা সবই তার জানা আর সেভাবেই সাথে লিটারেচার কোরআন দিয়েছেন৷ -সুপার
শয়তানের কোলে বসে আইসক্রিম খাওয়া থেকে আল্লাহ আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে, মুসলিম উম্মাহকে হিফাজত করুন!আমিন !
জাযাকাল্লাহু খাইর!
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
অতি ঘনিষ্ট এই ফ্রেন্ডশিপ এর চাইতে সাধারন সহপাঠি সম্পর্ক বরং অনেক বেশি টিকে। কলেজের মেয়ে সহপাঠি দের সাথে আমার বিশেষ কথা হতোনা। কিন্তু এখনও বিভিন্ন দাওয়াত এ তারা আমাকে মনে করে এবং আমিও করি।
জীবনে এই নিয়ে অনেক অভিজ্ঞতা আছে আমার, আমি মিশেছি আল্ট্রা আধুনিকার সাথে আবার মিশেছি ভদ্র ভাল মেয়েদের সাথে। কিন্তু চরম সত্য উপলব্দি করেছি, ভাল হোক কিংবা মন্দ মেয়ে, ছেলে মেয়েতে একসাথে অবাধ উঠাবসা পরপস্পরের প্রতি আকর্ষণ তৈরি করে, যত বেশি সময় তারা মেশার চেষ্টা করে ততই তাদের পবিত্র বন্ধুতা নষ্টামিতে রূপ নিতে থাকে। এতা চরম ও পরম সত্য, অস্বীকারকারীরা মিথ্যুক ছাড়া আর কিছুই নয়।
আজকের লিখাটি অসাধারণ হয়েছে, প্রথমে ঘটনার সুন্দর উপস্থাপনা, পরে বিশ্লেষণ, এক কথায়, পাঠকের মনে প্রকৃত সত্যকে উপলব্দি করানোর লিখাটি মোক্ষম হাতিয়ার হিসেবে কাজ করবে।
আমি আশ্চর্য হয়ে যাই, আজকাল দেখা যায়-অনেক মা তার মেয়েকে প্রেম করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। কোথায় যাচ্ছে দেশ?
মন্তব্য করতে লগইন করুন