আর একবার সাধিলেই খাই।
লিখেছেন লিখেছেন মিরন ১৬ মার্চ, ২০১৫, ১২:৪৪:০৬ দুপুর
বিএনপি জামাতসহ ২০ দলে ডাকা দেশব্যপি অবরোধ, সেই সাথে দফায় দফায় হরতালে সরকার পতনতো দুরের কথা, কোন প্রকার আলোচনায় বসাতে বাধ্য করতে পারেনি, বরং রাজনৈতিক হাতিয়ার হিসাবে পরিচিত, মিছিল, সমাবেস, বিক্ষোব, হরতাল, অবরোধকে অকার্যকর রাজনৈতিক কর্মসুচিতে পরিনত করেছে, যা ভবিষ্যত রাজনৈতিক দলগুলোর খেসারত গুনতে হবে। অবরোধ আর হরতালে মানুষ পুড়িয়ে মারা, অর্থনিতি ধংষ করা, জানমালের ক্ষতি সাধন ছাড়া আর কিছুই অর্জিত হয়নি, আপনাদের একটা গল্প বলা দরকার "আমার ছোট বেলায়, একটা সামান্য অপরাধ করার কারনে বাবা আমাকে প্রচন্ড মেরে ছিল, মারখেয়ে আমি জিদ ধরেছি যে, ভাত খাবনা, প্রথমে ঘরের সবাই, একপর্যায়ে আত্বিয় সজ্বন ও বাড়ির লোকজন বিভিন্ন উপায়ে ভাত খায়াতে চেস্টা করে, আমার রাগ ও জিদের পরিমান এত বেশি ছিল যে, কারো কথায় ই কাজ হয়নি, একদিন পার হয়ার পরে, আমারতো ভিষন ক্ষুদা পেয়েছে, কিন্তু এখন আর খাওয়ার জন্য কেহ রিকোয়েস্ট করেনা, আমিতো পড়ে গেলাম বিপদে, খিদায় প্রান যায়, একবার ভাবলাম গোপনে খাই, আবার চিন্তা করি না এটা করা ঠিক হবে না, এমন বিপদে পড়েছি যে, খাইতে ও পারিনা কেউ খাবার খাওয়ার জন্য সাধা সাধি ও করে না, আমার এমন অবস্থা হয়েছে যে, আর একবার সাধিলেই খাই। যা হোক উদিৃতিটা এজন্য বললাম, ২০ দলিয় জোট নেতা খালেদা জিয়াকে কোন পক্ষ যদি বলে, যে আপনি অবরোধ হরতাল প্রত্যাহার করুন, আমরা সরকার কে বলে আলোচনার ব্যবস্থা কররো, তাতেই সকল সরকার বিরোধি কার্যক্রম প্রত্যাহার হবে বলে আমার ধারনা, সরকার পতনের আন্দলোনের কর্মসুচি হতে ২০ দলিয় জোট বর্তমানে ফিরে এসেছে।
সযত
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন