বিবাহিত প্রবাসীরা সাবধান!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৬ মার্চ, ২০১৫, ১০:৪৭:৪১ সকাল
প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী।
নবীগঞ্জ শহর থেকে গতকাল রবিবার সকালে এক ডুবাই প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী ফারজানা বেগম (২১) নামের গৃহবধু অজ্ঞাত নামা এক প্রেমিকের হাতধরে অজানার উদ্দশ্যে পাড়ি দিয়েছে। ঘটনাটি নবীগঞ্জ শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারজানা বেগম বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের দুবাই প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী এবং নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে ফারজানার শাশুড়ী সাহিদা বেগম থানায় অভিযোগ দাখিল করেছেন। সুত্রে জানাযায়, বানিয়াচং থানার চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিরাজুল ইসলাম বিগত ২৪ অক্টোবর ২০১৪ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের ষোড়শী কন্যা ফারজানা বেগমকে বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মধ্যেই সিরাজুল ইসলাম দুবাই চলে যায় সম্প্রতি স্বামী প্রবাসের যাওয়ার পরই তার শাশুড়ি সাহিদা বেগম বিভিন্ন লোকমুখে জানতে পারেন পুত্রবধুর পরকীয়া প্রেমের কাহিনী। অজ্ঞাত একটি ছেলের সাথে আপত্তিকর ছবিসহ প্রেমের সম্পর্ক রয়েছে। তাৎক্ষনিক বিষয়টি মেয়ের পিত্রালয়ে জানালে গ্রাম্য মাতব্বরদের নিয়ে বিষয়টি সুরাহা হয়। এবং ভবিষ্যতে ফারজানা এমন আচরন করবে না বলেও জানায়। এদিকে গতকাল রবিবার সকালে ফারজানা বেগম তার শাশুড়িকে জানায়, তার শরীরে এলার্জি (চর্ম) রোগ দেখা দিয়েছে, ডাক্তার দেখাতে হবে। সহজ সরল শাশুড়ি প্রবাসী ছেলের স্ত্রী হওয়ার সুবাধে ফারজানাকে নিয়ে ওইদিনই নবীগঞ্জে ডাক্তারে নিয়ে আসেন। শহরের মধ্য বাজার এলাকায় অবস্থিত চাদসী ডাক্তারের চেম্বারে সিরিয়েল’র জন্য অপেক্ষা কালে একটি সিএনজি গাড়ী যোগে ওই ফামের্সীতে অজ্ঞাত নামা একটি ছেলে ও একটি মেয়ে প্রবেশ করে। মেয়েটি ফারজানার ক্লাস মেইট পরিচয় দিয়ে আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে দ্রুত ওই ছেলে-মেয়েসহ সিএনজি যোগে ফারজানা চম্পট দেয়। গ্রামের শাশুড়ি চিৎকার দিলেও কেউ তাদের আটকাতে পারেনি। বিষয়টি ফারজানার পরিবারকে জানানো হয়েছে বলে সাহিদা বেগম দাবী করেছেন। পরে রাতে নবীগঞ্জ থানায় একটি আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। প্রেমিকের সাথে যাওয়ার সময় ফারজানার কাছে তার স্বামীর দেয়া স্বর্ণালংকার ছিল। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নবী রাসূলদের ইতিহাস থেকে জানা যায়, অনেক নবীর স্ত্রী ও চরিত্রহীনা ছিল। তাই বলে কি আমরা বলতে পারবো নাবী যেমন বউও তেমন ছিল?(আল্লাহ মাফ করুন)
الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولَئِكَ مُبَرَّأُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ) النور/26 .
যে কোন বাংলা তাফসীর দেখে নিতে পারেন।
কোন নবীর স্ত্রী চরিত্রাহীনা ছিলো বলে আমার জানা নেই। আপনার জানা থাকলে বিস্তারীত জানাবেন।
কয়েক জন নবীর স্ত্রীর কাফের ছিল বা বদ মেযাযী ছিল বলে জানি, কিন্তু চরিত্রাহীনা ছিল না। ধন্যবাদ।
স্লেভ ভাইয়ের প্রতি মন্তব্যে আমি হযরত লূত আঃ এর স্ত্রী ও নূহ আঃ এর স্ত্রীর বিষয়েই আলোচনা করেছি। ওখানে লিংক ও দেওয়া আছে। এরপরও কি বলতে চান যে, এ দুজন নবীর স্ত্রী চরিত্রহীনা ছিলেন? আল্লাহ তায়ালা ক্ষমা করুক। ধন্যবাদ।
আমিন ছুম্মা আমিন!
মন্তব্য করতে লগইন করুন