বিবাহিত প্রবাসীরা সাবধান!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৬ মার্চ, ২০১৫, ১০:৪৭:৪১ সকাল



প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী।

নবীগঞ্জ শহর থেকে গতকাল রবিবার সকালে এক ডুবাই প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী ফারজানা বেগম (২১) নামের গৃহবধু অজ্ঞাত নামা এক প্রেমিকের হাতধরে অজানার উদ্দশ্যে পাড়ি দিয়েছে। ঘটনাটি নবীগঞ্জ শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারজানা বেগম বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের দুবাই প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী এবং নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে ফারজানার শাশুড়ী সাহিদা বেগম থানায় অভিযোগ দাখিল করেছেন। সুত্রে জানাযায়, বানিয়াচং থানার চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিরাজুল ইসলাম বিগত ২৪ অক্টোবর ২০১৪ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের ষোড়শী কন্যা ফারজানা বেগমকে বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মধ্যেই সিরাজুল ইসলাম দুবাই চলে যায় সম্প্রতি স্বামী প্রবাসের যাওয়ার পরই তার শাশুড়ি সাহিদা বেগম বিভিন্ন লোকমুখে জানতে পারেন পুত্রবধুর পরকীয়া প্রেমের কাহিনী। অজ্ঞাত একটি ছেলের সাথে আপত্তিকর ছবিসহ প্রেমের সম্পর্ক রয়েছে। তাৎক্ষনিক বিষয়টি মেয়ের পিত্রালয়ে জানালে গ্রাম্য মাতব্বরদের নিয়ে বিষয়টি সুরাহা হয়। এবং ভবিষ্যতে ফারজানা এমন আচরন করবে না বলেও জানায়। এদিকে গতকাল রবিবার সকালে ফারজানা বেগম তার শাশুড়িকে জানায়, তার শরীরে এলার্জি (চর্ম) রোগ দেখা দিয়েছে, ডাক্তার দেখাতে হবে। সহজ সরল শাশুড়ি প্রবাসী ছেলের স্ত্রী হওয়ার সুবাধে ফারজানাকে নিয়ে ওইদিনই নবীগঞ্জে ডাক্তারে নিয়ে আসেন। শহরের মধ্য বাজার এলাকায় অবস্থিত চাদসী ডাক্তারের চেম্বারে সিরিয়েল’র জন্য অপেক্ষা কালে একটি সিএনজি গাড়ী যোগে ওই ফামের্সীতে অজ্ঞাত নামা একটি ছেলে ও একটি মেয়ে প্রবেশ করে। মেয়েটি ফারজানার ক্লাস মেইট পরিচয় দিয়ে আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে দ্রুত ওই ছেলে-মেয়েসহ সিএনজি যোগে ফারজানা চম্পট দেয়। গ্রামের শাশুড়ি চিৎকার দিলেও কেউ তাদের আটকাতে পারেনি। বিষয়টি ফারজানার পরিবারকে জানানো হয়েছে বলে সাহিদা বেগম দাবী করেছেন। পরে রাতে নবীগঞ্জ থানায় একটি আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। প্রেমিকের সাথে যাওয়ার সময় ফারজানার কাছে তার স্বামীর দেয়া স্বর্ণালংকার ছিল। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309247
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:১৮
ইয়াফি লিখেছেন : দুঃসংবাদটি এখানে দেয়া ঠিক হয়নি! অনেকে দুষ্ট মজা পাবে। বিপরীতে প্রবাসী ভাইটির মর্ম যাতনা বাড়িয়ে দিলেন!
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:২৬
250199
বাংলার দামাল সন্তান লিখেছেন : দুঃখ যদি পেয়ে থাকেন ভাল কথা, তবে বউয়ের প্রতি নজর দেওয়া একটু বাড়বে বলে সচেতনতা একটু বাড়বে।
309251
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:৪৮
হতভাগা লিখেছেন : এরকমই হয় । প্রবাসী স্বামীর টাকা পেয়ে প্রেমিকের সাথে মৌজমাস্তি করবে ।
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৯
250208
বাংলার দামাল সন্তান লিখেছেন : এটাইতো দুনিয়ার রীতি
309261
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৮
আহমদ মুসা লিখেছেন : প্রবাসী বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ব শ্রেণীর মানুষের মধ্যে এই বিষয়টি দিন দিন আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর অন্তর্নিহিত সমস্যা নিয়ে আমাদের সমাজ চিন্তাবিদদের এগিয়ে আসা উচিত।
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:২৪
250231
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত
309262
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৬
দ্য স্লেভ লিখেছেন : মেয়েটির ছবি এখানে দেওয়া উচিৎ হয়নি্ । ইদানিং এরকম ঘটচে। এটা সাংষ্কৃতিক আগ্রাসনের কারনেই ঘটছে।
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:২৪
250232
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সবাই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্ছার হই।
309285
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৭
আবু জান্নাত লিখেছেন : খবর নিয়ে দেখতে পারেন, ঐ দুবাই প্রবাসীও ডুবাইতে হষ্টি নষ্টি নিয়ে ব্যস্ত। আল্লাহ তায়ালা কারো উপর জুলুম করেন না। তিনি পবিত্র থাকলে আল্লাহ তায়ালা তার স্ত্রীকে ও পবিত্র রাখতেন। ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
250239
মোহাম্মদ লোকমান লিখেছেন : আবু জান্নাত ভাই, আপনার ধারণা ভুলও হতে পারে। হতে পারে সেই প্রবাসী ছেলেটি ভালো এবং দুষ্টু মেয়েটি তার জীবন থেকে সটকে যাওয়াতে তার কল্যাণ হয়েছে।
নবী রাসূলদের ইতিহাস থেকে জানা যায়, অনেক নবীর স্ত্রী ও চরিত্রহীনা ‍ছিল। তাই বলে কি আমরা বলতে পারবো নাবী যেমন বউও তেমন ছিল?(আল্লাহ মাফ করুন)
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৩
250245
আবু জান্নাত লিখেছেন : সালাম নিবেন লোকমান ভাই, কথাটি আমি আমার থেকে বলি নাই। সূরা নূরের তাফসীর থেকে বলেছি।
الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولَئِكَ مُبَرَّأُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ) النور/26 .
যে কোন বাংলা তাফসীর দেখে নিতে পারেন।
কোন নবীর স্ত্রী চরিত্রাহীনা ছিলো বলে আমার জানা নেই। আপনার জানা থাকলে বিস্তারীত জানাবেন।
কয়েক জন নবীর স্ত্রীর কাফের ছিল বা বদ মেযাযী ছিল বলে জানি, কিন্তু চরিত্রাহীনা ছিল না। ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
250292
দ্য স্লেভ লিখেছেন : হুযরত নূহ(আঃ)এর স্ত্রী সম্পর্কে খারাপ শোনা যায়...
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:৩৪
250317
আবু জান্নাত লিখেছেন : খাদক ভাইয়া, খাদক ভাইয়া শোনা যায় এক কথা, তথ্য প্রমাণ থাকলে জানাতে ভূলবেন না। অপেক্ষায় রইলাম। হযরত লূত আ: ও হযরত নূহ আ: এর স্ত্রীদের সম্পর্কে বিস্তারীত জানতে ক্লিক করুন- Click this link বাংলায় সহযে বুঝার জন্য গুগল মামার সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ সকাল ০৬:৫৩
250382
শেখের পোলা লিখেছেন : আবু জান্নাত সহেবের বোধহয় লূত আঃ এর স্ত্রী ও নূহ আঃ এর স্ত্রীর বিষয়ে জানা নেই৷ আর ফেরাউনে স্ত্রী আসিয়া ছিলেন উল্টটি৷
১৭ মার্চ ২০১৫ সকাল ১১:৫৭
250401
আবু জান্নাত লিখেছেন : শেখ চাচা, আপনি লিখেছেনঃ
বোধহয় লূত আঃ এর স্ত্রী ও নূহ আঃ এর স্ত্রীর বিষয়ে জানা নেই

স্লেভ ভাইয়ের প্রতি মন্তব্যে আমি হযরত লূত আঃ এর স্ত্রী ও নূহ আঃ এর স্ত্রীর বিষয়েই আলোচনা করেছি। ওখানে লিংক ও দেওয়া আছে। এরপরও কি বলতে চান যে, এ দুজন নবীর স্ত্রী চরিত্রহীনা ছিলেন? আল্লাহ তায়ালা ক্ষমা করুক। ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৮
250445
বাংলার দামাল সন্তান লিখেছেন : যুক্তিপূর্ণ মন্তব্যের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
250485
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ আবু জান্নাত ভাই, আলোচনায় কথা প্রায় পরিস্কার হয়েছে। (চরিত্রহীনার চেয়ে কুফরী অবশ্যই বেশী খতরনাক) আলহামদু লিল্লাহ সূরা নূর এর উক্ত আয়াত পড়ার সুযোগ হয়েছে এবং আপনার রেফারেন্সে আরো একবার পড়ে নিলাম। ব্যখ্যাও পড়েছি। একটা বাস্তব উদারহণ দেই, আমাদের চট্টগ্রামের একজন সিনেমা হলের মালিক তার হল উদ্বোধন করার জন্য তখনকার শাবানা সহ আরো কয়েকজন নামি এক্টর-এক্ট্রাস এনেছিলেন। ঐ ভদ্রলোকে শাবানা বাবা ডাকতো। তথাপী ভদ্রলোকের স্ত্রী শাবানার সাথেও দেখা করেননি সে বেপর্দা হওয়ার কারণে। আমি বুঝাতে চেয়েছি অনেক সময় খারাপ মানুষের ভালো স্ত্রী এবং ভালো মানুষের খারাপ স্ত্রী হয়ে যেতেই পারে। ধন্যবাদ।
309287
১৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রবাসীর সাথে বিয়ে হওয়ার আগে থেকেই মেয়েটির অন্য ছেলের সাথে প্রেম ছিল। না হলে প্রবাসীর বউ হলেই ভেগে যাবে এমনটি ঠিক নয়। ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৫
250441
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত।
309307
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রবাসী সহ স্বদেশে সববাসকারি সকল ভাইয়াদের উচিৎ সঠিক ভাবে খোজ-খবর নিয়ে সম্পর্ক করার, নয়তো চরমভাবে কষ্টে পতিত হতে হবে! মহান আল্লাহ আমাদের আখলাক-(তথা চরিত্রকে) কে উত্তম করে দিন! আমাদের সকলকে সঠিক বুঝ দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের আমলকে কবুল করে নিন!
আমিন ছুম্মা আমিন!
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৬
250442
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
309395
১৭ মার্চ ২০১৫ রাত ১২:৪৮
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ভাই, যৌন চাহিদা মেটানোর জন্য প্রবাসীদের বউদের অন্যের কাছে যাওয়া ছাড়া কি কোন উপায় আছে?
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৭
250443
বাংলার দামাল সন্তান লিখেছেন : যার কাছে তাকওয়া থাকবে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারে না।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৬
250564
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ইসলামে কোন বিকল্প ব্যবস্থা আছে কি? 'আও মা মালাকাত আইমানিহিম' মানে কি শুধুই দাস-দাসী?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File