# প্রশ্ন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মার্চ, ২০১৫, ০৯:৫২:৩১ সকাল

কতটা লাশ গেলে তোর টলবেনা আর গদি

কতটা রাজবন্দী হলে থাকবেনা কোন যদি।

কত মায়ের চোখের জলে মিটবে তোর তৃষ্ণা

কবে শুনব তোর মুখে রিমান্ড আর নিসনা।

কত ভাই পালিয়ে বেড়াবে ঘড়বাড়ি ছেড়ে

কত পিতার ঘুম হবেনা গুমের খবর পড়ে।

কত বোন অসহায় হয়ে থানায় নেবে খোঁজ

কত আর সংবাদ সন্মেলন করতে হবে রোজ।



কত আর জ্বলবে আগুণ প্রতিশোধের নামে

কত আর অভিজিৎ খুন পুলিশের সামনে।

কত আর বিশ্বজিৎ হবে ভাগ ধামার আঘাতে

কত খুনি পার পেয়ে যাবে রাষ্ট্রপতির ক্ষমাতে।

কত প্রশ্ন জন্ম নেবে রোজ উত্তর নেই জানা

কত লালে মিটবে ঝাল সাগর রুনির বিছানা।

কত রক্ত পাণ করে তবু কিছুই খাওয়া হয়নি

কত লাশ রোজ খেলে বলা যাবে ডাইনি!

বিষয়: বিবিধ

৬৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308671
১৩ মার্চ ২০১৫ সকাল ১১:৩৬
হতভাগা লিখেছেন : এরকম আর কত পোস্ট হলে ব্লগার হবে ব্যান ?

মডারেটররা কেন যে এসব লিখবার প্লট দেন ?
১৪ মার্চ ২০১৫ দুপুর ১২:১৪
249806
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File