হায়রে বাংলাদেশ! এখানে লাশের রাজনীতি হয়।
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ মার্চ, ২০১৫, ০৬:৫২:১৪ সকাল
মংলায় ভবন ধ্বস ৭ লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি। ৫০ জনের বেশী আহত। এর আগে রানা প্লাজা ধ্বসে মারা যান ১১৩৪।
এঁদের নিয়ে কোন রাজনীতিবিদ কথা বলবে না।
মিডিয়াও লিখবে না খুব একটা।
এঁদের নিয়ে কোন টকশো হবে না।
কর্তা ব্যক্তিদের কার্যালয় ঘেরাও হবে না।
শ্রমিকদের নিয়ে তাদের অধিকার আদায়ে কোন মন্ত্রী মিছিল করবে না।
মানব বন্ধন হবেনা । মামলা হবে না।
কেউ গ্রেপ্তার হবে না। কেউ শাস্তিও পাবে না।
প্রশাসন ও তারা শুধু কথা বলবে রাজনৈতিক হত্যা নিয়ে। কারণ এখানে যে ফায়দা অনেক। রাজনৈতিক স্বার্থ আছে। হায়রে বাংলাদেশ! লাশ নিয়ে এখানে রাজনীতি হয়। প্রতিপক্ষের রাজনীতিকে ব্লেইম করতে লাশ বানানোও হয়।
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন