অনাগত কালের চোখে আপনি প্রধানমন্ত্রী
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ মার্চ, ২০১৫, ০৬:৪৪:৩৪ সকাল
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার,
যদি অনুমতি দেন দুটি কথা বলবার |
আমি নগন্য, আপনি নামদার তাই মিনতি
মাপ করবেন, গোস্তাখী যদি হয় একরত্তি |
সংবিধান, সংবিধান বলে চিত্কার
করে গঠন করলেন যে সরকার,
দেশের লাভ হলো কি তাতে সত্যিকার?
মহাপ্রস্থানের পথে গণতন্ত্র, হাসে স্বৈরাচার!
সংসদ আছে, সাংসদ আছে,
যদিও চলে তাতে গাল গল্প,
দেশে শান্তি কি আছে, স্বস্তি কি আছে,
খুঁজে পাওয়া যাবে কি কোথায় অল্প স্বল্প?
বাক,ব্যক্তি স্বাধীনতা রুদ্ধ করে,
জনগনের বিরুদ্ধে যুদ্ধ করে,
হয়না গণতন্ত্র, এই ধ্রুব সত্য
হায়, যদি কেউ আপনাকে বলত!
জেনেছেন নিশ্চই গুম, খুন, ক্রসফায়ার
করেছে বাক ব্যক্তি স্বাধীনতা আজ পগার পাড়|
আপনার বিশেষ পৌরহিত্য,
করেছে স্বার্থক গণতন্ত্রের শেষকৃত্য |
জানি আপনার জয়ধ্বনী ভাসে,
চৌদ্দ দলের আকাশে বাতাসে |
মনে শংকা আপনার শাসন কীর্তি দেখে,
রূপকল্পে অনাগত কালের চোখে,
না হয়ে নন্দিত ইন্দিরা বা মার্গারেট থ্যাচার,
হয়ে যান কি না নিন্দিত এক লেডি হিটলার |
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন