আমি আর তুমি
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৩ মার্চ, ২০১৫, ১০:০২:১০ সকাল
-কিশোর কারুণিক
প্রখর তাপ
অতপর কালোমেঘ
কিছুক্ষণ হিমেল হাওয়া
আধার নেমে এলো
মাঝে মধ্যে বিদুৎ চমকে
প্রচন্ড ঘর্ষণ
শুরু হলো বর্ষণ
পূর্ণ হলো খালবিল
প্রাণ পেল বৃক্ষলতা
সজীব হলো প্রকৃতি
আকাশ বাতাস
আর শুধু তুমি
আর আমি
আমি আর তুমি ।
বিষয়: সাহিত্য
৮৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আকাশ বাতাস
মন্তব্য করতে লগইন করুন