“পাবার মতো চাইলে পাওয়া যায়” উপন্যাস-৪৩পর্ব
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০২:১৫ রাত
“পাবার মতো চাইলে পাওয়া যায়”
কিশোর কারুণিক
উপন্যাস-৪৩পর্ব
“ঠিক আছে।” বলে আবার শেভ করার কাজে মনোযোগ দিলা। শ্রাবস্তী একটু সময় নিয়ে ওর কবিতা শুরু করল।
আমি নিজেকে উপদেশ দিই সারাক্ষণ
প্রশ্ন করি, নির্লজ্জ বেহায়া
সত্যকে কেন এত তোর ভয়?
শাশ্বত চিরন্তন কথা
শুনলি না কান পেতে কোন দিন
অমৃত সুধা, পান করা তো দূরের কথা!
সমাজের চাতুরতায় নিজেকে সাজাতে
আকাশ কুসুম সমান স্বপ্ন দেখা তোর দিন রাত
কোন দিন সফল হবে না
হয়না কোন দিন, চাওয়ার মতো করে না চাইলে
পাবার মত করে না পাবার না কর্ম করলে
দেহের সুখে, একটু পুলকেই তোর তৃপ্তি।
ছিঃ ছিঃ, জীবন মূল্যবোধে
হতাশা আশা কিছুই না।
অলীক জগতের সুখ
তোকে শান্তি দেবে না জানি,
তুই বুকে হাত রেখে বলতো
আমি নিষ্ঠাবান, কাউ ঠকাইনি
যার জন্যে কত কিছু করা
সেই যদি জানতে না পারে
তবে কি হবে এত কিছু করে!
“অপূর্ব! অপূর্ব! আপনি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন! আমি কিন্তু আপনার প্রেমে পড়ে যাব।”
মৃদু হাসলো শ্রাবস্তী। হাসতে-হাসতে বলল, “আপনি আমাকে প্রেম নিবেদন করতে পারবেনই না?”
“কেন, কেন! আমাকে কি আপনি দুর্বল ভাবছেন?”
“দুর্বলও না আবার সাহস আছে তাও বলছি না।”
“তবে আমি কোন পর্যায়ে আছি?”
“মধ্যবর্তী পর্যায়ে দুর্বলতা ও সবলতার মাঝখানে।”
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন