যে কোন সময়
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪০:৪৮ সকাল
যে কোন সময়
-কিশোর কারুণিক
যে কোন সময়
তুমি আমার প্রতিপক্ষ হয়ে যেত পার
যে কোন সময়
তুমি আমার শত্রু হয়ে যেত পার।
এই যে কথা বলা
এই যে একই পথে পথ চলা
যে কোন সময়
বন্ধ হতে পারে
যে কোন সময়
তোমার প্রতি আমার
আমার প্রতি তোমার
হিংসা জন্মাতে পারে
দু’জনের পথ
দু রকমের হতে পারে।
এই যে হতে পারার দুরাচলে
সময় অসময়ের ধার ঘেসে
কতক্ষণ, কতদিন, কত বছর
আর কতকাল!
সবই সময়ের প্রভাব
এখানে কারোর কিছু করার নেই
তোমার আমার
কারোর কিছু করার কি নেই!
বিষয়: সাহিত্য
১৩৩১ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এর পরেরগুলো আর দিচ্ছেন না..কেন ভাই.....আপনি এতদিন কোথায় ছিলেন....মামা বাড়ি যান নি তো......
মন্তব্য করতে লগইন করুন