আমি মুসলিম তাই

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:০০:৪৩ সকাল

আমি মুসলিম তাই,

ইসলামী ভাব ছাড়া কখনোই

কবিতা লিখিনা ভাই।

আমার লেখায় সবার শীর্ষে

আল্লাহর নাম থাকে,

মুহম্মদের (স) আদর্শ সেথা

জ্বলে সব বাঁকে বাঁকে।

আবু বকর আর উসমান গনি

উমর, আলীর ছবি,

অমৃতের মতো নেশায় ছিনিয়ে

করেছে আমায় কবি।

কাব্যে আমার 'ইসলামী 'সুর

বাজে তাই অবিরত,

মিথ্যার ছলে হারাবো না পথ

চোখটি রাঙাও যত।

বিষয়: সাহিত্য

৯৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355236
২৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৫
কাহাফ লিখেছেন : সুন্দর এই পথচলা অব্যাহত থাকুক সব সময়-এই দুয়া ও শুভ কামনা জানাই!
355249
২৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
355264
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : সুন্ধদর হয়েছে ধন্যবাদ৷
রাঙ্গিবেনা চোখ কেননা
সে চোখ আমার নাই,
বাতাসে রয়েছে ধূলাবালি
সদা সাবধানে থাকা চাই৷
355412
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দোয়া করি যেন আল্লাহ আপনাকে আরোও বেশি করে লিখার তোফিক দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File