আমি মুসলিম তাই
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:০০:৪৩ সকাল
আমি মুসলিম তাই,
ইসলামী ভাব ছাড়া কখনোই
কবিতা লিখিনা ভাই।
আমার লেখায় সবার শীর্ষে
আল্লাহর নাম থাকে,
মুহম্মদের (স) আদর্শ সেথা
জ্বলে সব বাঁকে বাঁকে।
আবু বকর আর উসমান গনি
উমর, আলীর ছবি,
অমৃতের মতো নেশায় ছিনিয়ে
করেছে আমায় কবি।
কাব্যে আমার 'ইসলামী 'সুর
বাজে তাই অবিরত,
মিথ্যার ছলে হারাবো না পথ
চোখটি রাঙাও যত।
বিষয়: সাহিত্য
৯৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাঙ্গিবেনা চোখ কেননা
সে চোখ আমার নাই,
বাতাসে রয়েছে ধূলাবালি
সদা সাবধানে থাকা চাই৷
মন্তব্য করতে লগইন করুন