আমি আশরাফ্ ইমাম
লিখেছেন লিখেছেন আশরাফ ইমাম ১৩ মার্চ, ২০১৫, ১০:৩২:৫২ সকাল
আমি সসারের যাত্রী
ধুমকেতু যার মাস্তল,
আমি পতিত তারকার বেগ
গতিতে যার উল্কার তেজ;
আমি সৌর শিখর তাই,
পাশ কেটে যায় গ্রহরাজী সব;
আমার বাহুর তীর।
আমি যে উচ্চ, সভ্রান্ত;
সূর্যের সঙ্গীনী বীর। আমি প্রেমের মূর্তি,
তাই, মুছে যাক, মুছে যাক সব;
তামাম ভ্রান্তি আর ক্লান্তি।
আমি আশরাফ্ ইমাম;
চাই শুধু মঙ্গল আর শান্তি।।।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন