আমরা সবাই রাজা
লিখেছেন লিখেছেন আশরাফ ইমাম ১৩ মার্চ, ২০১৫, ০২:২৯:০৯ দুপুর
সমাজ, সামাজিকতা, দেশ এবং জনতা তথা সামগ্রিক পরিবেশ যেথায় আমাদের করে রেখেছে নৈতিক এবং নীতিগত অধীকার থেকে নিতান্তই সুবিধা বঞ্চিত।
তাই আমাদের বসবাস আজ একাকিত্বের এক বিশাল সম্রাজ্যে।
বেঁচে থাকার তাগিদে নিজেদেরকে আজ রাজা ঘোষণা না করে আর কোন উপায় দেখছি না।
মহান প্রতিপালকের ক্ষমা এবং রাহমাত আমাদের একমাত্র পাথেয় এবং অবলম্বন।
নতুন এই সাম্রেজ্যের জন্য আমাদের চাই শত-সহস্র জনবল আর লক্ষ-কোটি বর্গকিলোমিটারের পরিধি।
আমরা সবাই রাজা।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন