ক্রসফায়ার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১৯:৩৫ বিকাল



এই বুঝি পুলিশ এসে কলারটা ধরে

ধুম ধাম চালিয়ে দেবে হাত পা ছুড়ে।

গালাগাল শেষ হলে টেম্পুতে উঠ

ক্রস ফায়ার দিয়ে দেব দিবি নাকি ছুট!

আমি ভয়ে আতংকে দোয়া দরুদ পড়ি

তুমি ছাড়া কে আছে বাঁচি আর মরি।

তারপর ঠাঁই হবে থানার গারদে

পাঁচ লাখের কম হবেনা; খবরটা দে।


তারপর ছুটোছুটি; শুরু দৌড়ঝাপ

ভাই-বোন ছুটে এল, এল মা-বাপ

ধার দেনা করে শেষে; দেড় লাখ দিল

ছুড়ে মেরে ওসি বলে, এটা কি হল!

এক লাখ ডিসকাউন্ট নগদ চার চাই

যা করার জলদি করুন, হাতে সময় নাই

হাজার চেষ্টা করেও; হলনা লাখ চার

ততক্ষণে অভিযান শুরু; অস্ত্র উদ্ধার।


পরদিন পত্রিকায় এসে যাব আমি

পালাতে গিয়ে এনকাউন্টারে, দাগি আসামি

নিথর দেহ পড়ে রবে, কথা বলবেনা আর

এটাই রোজ শিরোনাম, ক্রস ফায়ার।

বিষয়: বিবিধ

৭৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305952
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ভালো লাগলো
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৮
247612
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ নেবেন
305963
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৯
247613
বাকপ্রবাস লিখেছেন : আমনে শুধু ডর দেখান বন্দুক ছোরা নিইয়া
আমি কিন্তু পালায় যামু বাংলাদেশ ছাড়িয়া
305964
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফায়ার,কাটার এবং গনপিটুনি যে কোন সম্ভাবনাই আছে!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২০
247614
বাকপ্রবাস লিখেছেন : বুবুরে কইমু তুই কতো ভালরে
খালেদা ভালনা পেট্রোল বোমা মারে
305975
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : একদিন হতেই হবে
এ নাটকের যবনিকা পাত,
কুশলীরা দেখিবে সেদিন,
সামনে কুহেলিকা রাত৷
সূর্য আসিবে দিনে
চন্দ্র হাসিবে রাতে,
নির্মল বায়ু বহিবে আবার
কলঙ্ক রহিবেনা তাতে৷
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২১
247615
বাকপ্রবাস লিখেছেন : কবে কবে কবে
সেই দিন কবে
কবে আমার হাসুবু
জাহান্নাম যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File