নমরুদের সন্ত্রাস, ফেরাউনের সন্ত্রাস এবং আবু জাহেলদের সন্ত্রাস মুসলিমরাই নির্মূল করেছিল

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৫১:৫৬ দুপুর

বিশ্ব সন্ত্রাসীরাই তাদের সন্ত্রাস ঢাকতে ইসলাম এবং মুসলিমদেরকে সন্ত্রাসী বলে অপপ্রচার চালায়। অথচ ইসলাম এসেছে পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল করে তদস্থলে শান্তি প্রতিষ্ঠা করতে। পৃথিবী থেকে নমরুদের সন্ত্রাস, ফেরাউনের সন্ত্রাস এবং আবু জাহেলদের সন্ত্রাস মুসলিমরাই নির্মূল করেছিল। আজকের বিশ্বকেও সন্ত্রাসমুক্ত মুক্ত করতে পারে একমাত্র মুসলিমরাই ইসলামী নিয়ম-কানুন প্রতিষ্ঠার মাধ্যমে। সময় সীমিত, আপনার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আসুন ইসলামী নিয়ম-কানুন প্রতিষ্ঠার প্রচেষ্টায় যোগ দেই। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন।আমিন!

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305922
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
247520
আবদুল কাদের হেলাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ইসলামী নিয়ম-কানুন প্রতিষ্ঠার প্রচেষ্টায় যোগ দিয়েছেন তো।
305925
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : খালেদা ও তার বিশ দলের সন্ত্রাস তথা বিষ দাঁতও উপড়ে ফেলবে হাসিনা ও বাংলাদেশীরা ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৩
247526
আবদুল কাদের হেলাল লিখেছেন : হাসিনার সন্ত্রাস কে নির্মূল করবে তা তো বললেন না। একেই বলে হতভাগা।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৪
247538
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
হতভাগার জন্য এই টিপস ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৭
247539
হতভাগা লিখেছেন : বোঝাই যাচ্ছে যে হাসিনার মার খেয়ে জাশিদের বেতাল অবস্থা হয়ে গেছে ।

হাসিনা যা করছে তাতে দেশবাসীর সায় আছে

শেখ হাসিনার অঙ্গিকার

রুখতে হবে জাশি এবং রাজাকার
305929
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কিন্তু এই বাংলার জমিন কবে মুক্ত হবে? Crying Crying Crying
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
247602
আবদুল কাদের হেলাল লিখেছেন : বাংলাদেশ মুক্ত হতে পার একমাত্র ইসলামী নিয়ম-কানুন প্রতিষ্ঠার মাধ্যমে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
305962
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রত্যেক ফিরআউন ই সময় পায় কিন্তু সংশোধন হয়না।
306435
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৮
আবদুল কাদের হেলাল লিখেছেন : ঠিকিই বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File