কৃষকের উদ্বেগ কাটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের কাছে সার ও ডিজেল পৌঁছে দিতে ডিসি ও এসপিদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪৯:০২ বিকাল



হরতাল-অবরোধের মুখে দেশের কৃষি উৎপাদনে বিঘ্নতা দূর করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ ব্যবস্থা গ্রহণে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সার-ডিজেল সরবরাহ নির্বিঘ্ন করতে এবং রেল বিভাগকে রেলের ওয়াগন বাড়াতে বলা হয়েছে। সরকারি নির্দেশনায় দেশের সর্বত্র জ্বালানি তেল ও সার পরিবহন নির্বিঘ্ন রাখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার-ডিজেল নিয়ে কৃষকের উদ্বেগ কাটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি সারা দেশের ডিসি-এসপিকে কাজে লাগানোর পরামর্শ দেন। গত জানুয়ারি থেকে চলমান অবরোধ ও হরতালে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সার ও ডিজেল সংকট দেখা দিয়েছে। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থিত বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলাসহ টাঙ্গাইল-জামালপুর জেলায় সব ধরনের জ্বালানি তেল পরিবহনে বিঘ্ন ঘটছে। পিকেটারের হামলা আর পেট্রলবোমার ভয়ে ট্যাংক-লরি মালিক ও শ্রমিকরা জ্বালানি তেল সরবরাহে অনীহা প্রকাশ করছেন। একই অবস্থা সৃষ্টি হয়েছে সার পরিবহনেও। এ অবস্থায় সার ও ডিজেল কৃষকের কাছে পৌঁছানোর জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেল মন্ত্রণালয়কে বলা হয়েছে, যেসব জেলায় রেলযোগে সার ও ডিজেল পরিবহন করা হয় সেসব জেলায় যেন রেলের ওয়াগন বাড়ানো হয়। সে অনুযায়ী সিলেট ও পার্বতীপুর লাইনে ওয়াগন বাড়ানোর কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এরফলে কৃষকের উদ্বেগ কাটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্বব হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File