ডিজিটাল বাংলাদেশ কি দুরূহ?
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৫৬:১৩ দুপুর
[img]http://www.firstbd.net/blog/bloggeruploadedimage/rakib547/1454406948.png[/img
বিজ্ঞানের কল্যাণে অত্যাধুনিক সব বাহনের সুবাদে পুরো বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। পৃথিবীর এক প্রান্তের খবর মুহ‚র্তের মধ্যে পৌঁছে যাচ্ছে অপর প্রান্তে। তথ্যপ্রযুক্তিই বিশ্বের কোটি কোটি মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করছে। বর্তমানে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক ধরনের বিপ্লব দেখা দিয়েছে। তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত হয়েছে ১৬ কোটি মানুষ। এর মূলে রয়েছে বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপ। আন্তর্জাতিক অঙ্গনে তথ্যপ্রযুক্তিতে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এক সময় যে দেশকে তলাবিহীন ঝুড়ি অপবাদ শুনতে হয়েছে, এখন সে দেশই আন্তর্জাতিক মহলের প্রশংসা পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রধান শরিক আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে তার দল আওয়ামী লীগের ইশতেহারে ঘোষণা করেছিলেন, তারা ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তিভিত্তিক এক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলবেন। সরকার এজন্য ‘ভিশন ২০২১’ নামে ডিজিটাল বাংলাদেশের এক রূপকল্পও ঘোষণা করেছে। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সুশাসন থাকবে, সরকারের কার্যক্রমে দায়বদ্ধতা-স্বচ্ছতা থাকবে, দুর্নীতি কমে যাবে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা তথ্যপ্রযুক্তির শক্তিকে ব্যবহার করতে চান। আজ থেকে বিশ বছর আগে প্রয়োজনীয় তথ্য আহরণ ও স্থানান্তর প্রক্রিয়া যে দুরূহ ছিল, তা আজকের দিনে রূপকথায় পরিণত হয়েছে।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন