সৌদি আরবের পবিত্র মিনায় সংঘটিত ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৭:১১ বিকাল
সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার সংঘটিত ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা ইতিমধ্যে ৮ শতের কাছাকাছি পৌঁছেছে। আহতের সংখ্যা ৯ শতাধিক। শুধু হৃদয়বিদারক বললেও সবটুকু বলা হয় না। পবিত্র হজ পালন করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ইতঃপূর্বেও ঘটেছে। তবে এক সাথে দেড় সহস্রাধিক মানুষের মর্মান্তিকভাবে হতাহত হওয়ার নজির নেই। বলার অপেক্ষা রাখে না যে গত সিকি শতাব্দীর মধ্যে ভয়াবহতম এই দুর্ঘটনার অভিঘাত বিশ্ব জুড়ে যে গভীর শোকের আবহ তৈরি করেছে তা সহজে প্রশমিত হওয়ার নয়। শুধু যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা এই ট্র্যাজিডির শিকার হয়েছে তা নয়, উদ্বিগ্ন বহু মানুষ এখনও তাদের স্বজনের সন্ধানও জানেন না। সৌদি আরবে বাংলাদেশের হজ কর্মকর্তার প্রদত্ত তথ্য অনুযায়ী, নিখোঁজের এই তালিকায় বাংলাদেশের বহু হাজিও রয়েছেন। প্রিয়জন-হারানো শোকাহত এই মানুষগুলিকে সান্ত্বনা জানাবার ভাষা আমাদের জানা নেই। আমরা কেবল তাদের প্রতি সহমর্মিতা জানাতে পারি। একাত্মতা প্রকাশ করতে পারি।মিনা দুর্ঘটনা নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। হয়তো আরও হবে। ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন কেউ কেউ। তবে এ-প্রসঙ্গে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মন্তব্যটি এখানে প্রণিধানযোগ্য। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই কারণে মিনা ট্র্যাজিডির জন্য হজ কমিটির প্রধানকে দোষারোপ করা যাবে না বলেও তিনি মনে করেন। অবশ্য সৌদি বাদশাহ ইতোমধ্যে নিরাপত্তার দিকটি পুনর্নিরীক্ষণের নির্দেশ দিয়েছেন। সিদ্ধান্তটি প্রশংসনীয়। স্বচ্ছভাবে জানা প্রয়োজন যে দুর্ঘটনাটি কেন ও কিভাবে ঘটল। স্বাভাবিকভাবে হজে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তেই থাকবে। সেই সাথে বৃদ্ধি পাবে দুর্ঘটনার ঝুঁকিও। যদিওবা মৃত ব্যক্তিদের আর ফেরত পাওয়া সম্ভব নয় তবুও ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্যই দুর্ঘটনার কারণ জানাটা জরুরী।পবিত্র হজব্রত পালন করতে গিয়ে যারা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন—আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। গভীর শোক ও সমবেদনা জানাই তাদের শোকাহত স্বজনদের প্রতি। ভবিষ্যতে যেন এরূপ দুর্ঘটনা আর না ঘটে মহান আল্লাহ পাকের দরবারে সে কামনাই করি।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন