মাদক, সোনা, অস্ত্র চোরাচালান ও নাশকতা রোধে রেল পুলিশে যুক্ত হচ্ছে অত্যাধুনিক অস্ত্র
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫১:৫৫ বিকাল
নাশকতা রুখতে রেলওয়ে পুলিশকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথে নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে পুলিশ ও আনসারের পাশাপাশি গড়ে তোলা হয়েছে বিশেষ গোয়েন্দা ইউনিট। এসব সদস্যরা ছদ্মবেশে ট্রেনে থাকবেন। রেল পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে কি-না তাও পর্যবেক্ষণ করবে এই ইউনিট। ট্রেন ও রেললাইনে নাশকতা বন্ধ, মাদক, সোনা ও অস্ত্র চোরাচালান রোধ এবং যাত্রীদের মালামাল খোয়া যাওয়া ঠেকাতেই সরকারের এ উদ্যোগ। এ ছাড়া সব রেলস্টেশনে বসানো হবে আর্চওয়ে গেট ও সিসি ক্যামেরা। যাত্রীদের মালামাল ও শরীর মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ট্রেনে ওঠার অনুমতি প্রদান করবে সরকার। তাছাড়া আনসার সদস্যরা ক্যাম্প করে রেলপথ পাহারা দিচ্ছেন এবং পূর্ব ও পশ্চিমে যাত্রী নিরাপত্তায় রয়েছেন দুই হাজার ২০০ পুলিশ সদস্য। রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, ঈশ্বরগঞ্জ, আখাউড়া, ভৈরব, বিমানবন্দর, টঙ্গীসহ শতাধিক স্টেশনে অপরাধের মাত্রা বেশি। এসব পয়েন্টে বেশি নাশকতা ঘটছে, কারা মাদক ব্যবসা করছে তার একটি তালিকা হয়েছে। এসব তালিকা ধরে চলবে যৌথ অভিযান। রেলওয়ে পুলিশকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার মাধ্যমে অনেকাংশে কমে আসবে মাদক, সোনা ও অস্ত্র চোরাচালান এবং ট্রেন ও রেললাইনে নাশকতা বন্ধে সার্থক হবে বর্তমান সরকার এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন