# মধ্যবিত্ত পরিবার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১৬:২৯ দুপুর



মাসে শুধু একবার

খুশী খুশী লাগে

বেতন পাবার আগে।

তারপর টানাটানি

গিন্নীর পেন পেনি

ছেলে মেয়ের ঘেন ঘেনি

যাব কোথায় ভেগে!

থাকি রেগে মেগে।


নাই নাই খাই খাই

এটা নাই ওটা চাই

কোথা পাই কোথা যাই

পকেটটা ফাঁকা তাই

দেব দেব করে রোজ

আনা তবু হয়না

মাস যেতে চায়না!

মাসটা গেলে পরে

সুখটা আসে ফিরে

মিটে যাবে খিট খিটে

মেজাজের ধরনটা,

বউ তখন লক্ষি

যেন ময়ূর পক্ষি

জুড়ায় বুক দেখে সুখ

মিনমিনে চাপচাপা হাসিটা।


কাঁধে উঠে ছেলে মেয়ে

দেবে আদর চুমু দিয়ে

আব্বু তোমায় ভালবাসি

চলনা ঘুরে আসি

শেষ হলে পরিক্ষাটা

তখনো পকেট ভরা বেতনটা।

এভাবে মাস ঘুরে

বছরটা এলে পরে

কানাকানি ফিসফিস

ইনক্রিম্যান্ট পার্সেন্টিস

হিসাবটা ঝেড়েঝুড়ে

ডিপিএস একটা বাড়ে

এভাবেই যায় দিন মাস বছর পার

এটাই আমাদের মধ্যবিত্ত পরিবার ।


বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305897
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২৩
অষ্টপ্রহর লিখেছেন : মধ্যবিত্ত ফ্যামিলিতে অভাব-অনটন যেমন থাকে,তেমনি সুখ,ভালবাসা আর সম্মানও অটুট থাকে।
একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য
হিসাবে আমি যথেষ্ট গর্বিত!!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২১
247549
বাকপ্রবাস লিখেছেন : হুম এটাই হওয়া উচিত, ধন্যবাদ জানবেন
305909
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পড়ে ভালো লাগা ছাড়া আর কিছু বলার নেই। ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২১
247550
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ রইল
305956
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২২
247551
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন
305960
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
দ্বীপ জনতার ডাক লিখেছেন : স্বাগতম
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২২
247616
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ নেবেন
305965
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
আবু জান্নাত লিখেছেন :
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২২
247617
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
305969
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পকেটে পয়সা না থাকলেও এখনও কেউ ভালবাসেনা!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৩
247618
বাকপ্রবাস লিখেছেন : পয়সা কামাইতে গিয়ে বউতো আর পেলামনা হা হা হা
306024
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : মধ্যবিত্ত পরিবারগুলোতে টানাটানি থাকলেও সুখ ও থাকে! Good Luck
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৯
247691
বাকপ্রবাস লিখেছেন : হুম তাই মধ্যবিত্তরা উচ্চবিত্ত হতে চাই বাট মরিয়া হয়না উচ্চ বিত্ত হবার জন্য, যারা অন্তত সুচিন্তা করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File