# মধ্যবিত্ত পরিবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১৬:২৯ দুপুর
মাসে শুধু একবার
খুশী খুশী লাগে
বেতন পাবার আগে।
তারপর টানাটানি
গিন্নীর পেন পেনি
ছেলে মেয়ের ঘেন ঘেনি
যাব কোথায় ভেগে!
থাকি রেগে মেগে।
নাই নাই খাই খাই
এটা নাই ওটা চাই
কোথা পাই কোথা যাই
পকেটটা ফাঁকা তাই
দেব দেব করে রোজ
আনা তবু হয়না
মাস যেতে চায়না!
মাসটা গেলে পরে
সুখটা আসে ফিরে
মিটে যাবে খিট খিটে
মেজাজের ধরনটা,
বউ তখন লক্ষি
যেন ময়ূর পক্ষি
জুড়ায় বুক দেখে সুখ
মিনমিনে চাপচাপা হাসিটা।
কাঁধে উঠে ছেলে মেয়ে
দেবে আদর চুমু দিয়ে
আব্বু তোমায় ভালবাসি
চলনা ঘুরে আসি
শেষ হলে পরিক্ষাটা
তখনো পকেট ভরা বেতনটা।
এভাবে মাস ঘুরে
বছরটা এলে পরে
কানাকানি ফিসফিস
ইনক্রিম্যান্ট পার্সেন্টিস
হিসাবটা ঝেড়েঝুড়ে
ডিপিএস একটা বাড়ে
এভাবেই যায় দিন মাস বছর পার
এটাই আমাদের মধ্যবিত্ত পরিবার ।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য
হিসাবে আমি যথেষ্ট গর্বিত!!
মন্তব্য করতে লগইন করুন