সবার আগে মানুষ হও
লিখেছেন লিখেছেন এলিট ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৮:৫২ দুপুর
আর কতকাল বাঙ্গালী রবে এবার মানুষ হও
শোনা কথায় কান না দিয়ে যাচাই করে নাও
তোমার নেতা যেটাই বলে সেটাই কেন ঠিক
তুমি কি অন্ধ নাকি, দেখো না কোন দিক
স্বাধীন ভাবে বাচার জন্য কি না করেছো
ব্রিটিশ, পাকী, সবাইকে তো তাড়িয়ে দিয়েছো
এত ত্যাগ স্বীকার করেও স্বাধীন হও নাই
কেবল শোষক বদল হয়েছে, বিলীন হয় নাই
স্বাধীন হবার জন্য চাই, স্বাধীন, মুক্ত মন
ন্যায় অন্যায় বোঝার মতন সাধ্য প্রয়োজন
নেতার ভালো না বুঝে, এখন নিজের ভালো বোঝ
সবার ভালোর মাঝেই এবার স্বাধীনতাকে খোঁজ
নিজের ভালো বুঝতে হলে এটাও জানা চাই
আজকে যে জন নির্যাতিত, সেও তোমার ভাই
তার পাশে দাড়াবে না কেউ, এটাই তো তুমি চাও
তোমার পাশেও কাউকে পাবে না, এটা আজ লিখে নাও
নিজের ভালো করার জন্যই পরের ভালো কর
সঠিক পাওনা আজই বুঝে নাও, বাঁচ কিংবা মর
স্বাধীন ভাবে বাচতে গেলে অনেক কিছুই লাগে
এবার তুমি মানুষ হও বাঙ্গালী হবার আগে
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেখেছ বাঙ্গালী করে , মানুষ কর নি''
আবার তোরা মানুষ হ
একমাত্র সঠিক ইসলামী শিক্ষাই পারে পাশবিক মানুষকে মানুষ বানাতে৷ আপনার কবিতা ভালই লাগল৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন